নাগপুর,22 অক্টোবর: হিন্দুরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বলেই ভারতে ইজরায়েল-হামাসের যুদ্ধের মতো কোনও পরিস্থিতির সৃষ্টি হয় না। রাশিয়া-ইউক্রেনের মতো যুদ্ধ হয় না। এমনটাই দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের। নাগপুরের একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নিয়ে শনিবার এ কথাই বলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে তরজা শুরু হয়েছে। ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেকের 350 বছর পূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
দু'সপ্তাহের বেশি সময় ধরে ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছে। দু'পক্ষের হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছে এই যুদ্ধ। এরইমধ্যে আরও বড় হামলা করার কথা ঘোষণা করেছে ইজরায়েল। পালটা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে হামাসের সমর্থনকারী জঙ্গি সংগঠন হিজবুল্লাও। সবমিলিয়ে ক্রমশ আরও খারাপের দিকে যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি।
হামাস হামলা শুরু করার পরই ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। ইজরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা এবং ব্রিটেনের মতো শক্তিশালী দেশ। এই দুই দেশের রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যেই ইজরায়েল থেকে ঘুরেও এসেছেন। তবে হামাসকে সমর্থন করছে এমন দেশের সংখ্যাও নেহাত কম নয়। এই সমস্ত যুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। নতুন করে বহু মানুষের প্রাণ যাবে।