পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India on China’s Claim: অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি খারিজ ভারতের

India on China’s Claim about Arunachal Pradesh: সম্প্রতি একটি মানচিত্র সামনে এনেছে চিন ৷ সেখানে অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে তারা দাবি করেছে ৷ চিনের সেই দাবিকে মঙ্গলবার খারিজ করে দিল ভারত ৷

India on China’s Claim
অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি খারিজ ভারতের

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 8:17 PM IST

Updated : Aug 29, 2023, 11:04 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট: অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবিকে নস্যাৎ করল ভারত ৷ বিষয়টি কূটনৈতিকস্তর থেকে চিনের কাছে আপত্তি জানানো হয়েছে বলেও ভারতের তরফে মঙ্গলবার জানানো হয়েছে ৷ উল্লেখ্য, সম্প্রতি চিন একটি মানচিত্র প্রকাশ করেছে ৷ সেই মানচিত্রে তারা অরুণাচল প্রদেশ, আকসাই চিন, তাইওয়ান এবং বিতর্কিত দক্ষিণ চিন সাগর অঞ্চলকে নিজেদের বলে দাবি করেছে ৷ আর এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক ৷

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি মঙ্গলবার বলেন, "ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দাবি করায় চিনের কাছে আমরা আজ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের এই তথাকথিত 2023 সালের ‘স্ট্যান্ডার্ড ম্যাপ’ নিয়ে প্রতিবাদ করেছি ৷ আমরা এই দাবিগুলো প্রত্যাখ্যান করছি ৷ কারণ এগুলোর কোনও ভিত্তি নেই । চিনের এই ধরনের পদক্ষেপ শুধুই সীমান্তের সমস্যাকে আরও জটিল করে তোলা ছাড়া আর কিছু নয় ৷’’

এই নিয়ে চিন বিষয়ে বিশেষজ্ঞ শ্রীকান্ত কোন্ডাপাল্লির বক্তব্য, 2012 সালে ক্ষমতায় আসার পর থেকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ওই দেশের সার্বভৌমত্বের বিষয়কেই মূল ইস্যু হিসেবে দেখেছে ৷ সেই কারণে দু’বছর আগে একটি স্থল সীমান্ত আইনও পাস করেছে চিন সরকার ৷

শ্রীকান্ত কোন্ডাপাল্লি স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের ডিন এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে চাইনিজ স্টাডিজের অধ্যাপক ৷ তিনি ইটিভি ভারতের কাছে আরও বলেন, "এমনকি রাশিয়া, কাজাখস্তান ও অন্যান্য দেশেও, চীন একই ভাবে আগ্রাসন করছে ।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘এর থেকে প্রমাণিত যে ভারতকে তার নীতিতে সক্রিয় হতে হবে এবং দূরবর্তী অঞ্চলে তার নিয়ন্ত্রণ সুসংহত করতে হবে ৷ পরিকাঠামোর উন্নয়ন করতে হবে এবং বাহিনীকে একত্রিত করতে হবে । পাশাপাশি, ভারতের এক-চীন নীতিও পর্যালোচনা করা দরকার ৷"

উল্লেখ্য, আর কয়েকদিন পর নয়াদিল্লিতে বসতে চলেছে জি20 শীর্ষ সম্মেলন ৷ সেখানে 25টিরও বেশি দেশের রাষ্ট্রনেতারা থাকবেন৷ থাকার কথা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও ৷ সেই পরিস্থিতিতে চিনের এই মানচিত্র সামনে আনার ফলে কী পরিস্থিতি তৈরি হয়, সেই দিকেই তাকিয়ে সারা বিশ্বের কূটনৈতিক মহল ৷

আরও পড়ুন:ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে আগ্রহী শি জিনপিং, দাবি চিনা বিদেশ মন্ত্রকের

Last Updated : Aug 29, 2023, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details