পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Commemorate 1971 war : মুক্তিযুদ্ধের স্মরণে ভারত-বাংলাদেশ সেনার সাইকেল ব়্যালি - undefined

ভারত-বাংলাদেশ সেনার তরফে যুগ্মভাবে যশোর থেকে কলকাতা পর্যন্ত হবে এই সাইকেল ব়্যালি ৷ দুই সেনার তরফে 20 জন করে সাইক্লিস্ট এই ব়্যালিতে অংশ নেবেন ৷ 24 নভেম্বর যশোর থেকে ইস্টার্ন কমান্ড হেড কোয়ার্টার ফোর্ট উইলিয়ামে পৌঁছবে দলটি ৷ 10 দিনের ব্যবধানে 370 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

Commemorate 1971 war
মুক্তিযুদ্ধের স্মরণে ভারত-বাংলাদেশ সীমান্তে সেনার সাইক্লিং ব়্যালি

By

Published : Nov 18, 2021, 6:48 PM IST

কলকাতা, 18 নভেম্বর : 1971-এর মুক্তি যুদ্ধের সুবর্ণজয়ন্তীতে অভিনব উদ্যোগ ভারত-বাংলাদেশের ৷ মুক্তিযুদ্ধের স্মরণে ভারত-বাংলাদেশে 370 কিলোমিটার সাইকেল ব়্যালির কথা জানাল দুই দেশের সেনাবাহিনী ৷ বৃহস্পতিবার দুই দেশের সেনার তরফে এই ঘোষণা করা হয় ৷

ভারত-বাংলাদেশ সেনার তরফে যুগ্মভাবে যশোর থেকে কলকাতা পর্যন্ত হবে এই ব়্যালি ৷ দুই সেনার তরফে 20 জন করে সাইক্লিস্ট এই ব়্যালিতে অংশ নেবেন ৷ 24 নভেম্বর যশোর থেকে ইস্টার্ন কমান্ড হেড কোয়ার্টার ফোর্ট উইলিয়াম পৌঁছবে দলটি ৷ 10 দিনের ব্যবধানে 370 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

এক প্রতিরক্ষা আধিকারিক বলেন, "এই অভিযানটি সৈন্যদের বীরত্ব ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ৷ যাঁরা যুদ্ধের সময় বিজয় ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্মের জন্য জীবন দিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে এই ব্যবস্থা ৷ ১৫ নভেম্বর যশোর থেকে শুরু করে সাইক্লিং দলটি বাংলাদেশের ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, দর্শনা, চুয়াডাঙ্গা এবং ভারতের কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী ও ব্যারাকপুর হয়ে কলকাতা পৌঁছবে ৷

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার নগদ 15 লক্ষ, 24 টি চোরাই স্মার্টফোন

এই অভিযানটি তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করবে তাদের সশস্ত্র বাহিনীতে যোগদানের ক্ষেত্রে ৷ পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতায় বাহিনীর অবদান সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে বলেও মনে করেন প্রতিরক্ষা আধিকারিক ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details