ইম্ফল, 30 জুলাই: "পরিস্থিতি একেবারেই ভালো নয়", বললেন সুস্মিতা দেব ৷ রবিবার সকালে রাজভবনে পৌঁছল বিরোধী ইন্ডিয়া জোটের 21 জন সাংসদ ৷ সেখানে তৃণমূলের সাংসদ জানালেন, ইন্ডিয়া জোট রাজ্যপালের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেবে ৷ গতকাল দু'দিনের সফরে ইম্ফলে পৌঁছেছে বিরোধী ইন্ডিয়া জোট ৷ এদিকে ওইদিনই রাজ্যপাল অনুসূয়া উইকও দুই নির্যাতিতার কুকি তরুণীর সঙ্গে দেখা করেন ৷ তাঁদের হাতে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন ৷
আজ লোকসভার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব, বাম সাংসদ জন ব্রিটাস, জেডি(ইউ) সাংসদ মনোজ ঝা ও অন্যরা রাজভবনে পৌঁছেছেন ৷ সুস্মিতা দেব বলেন, "আমরা একটি যৌথ স্মারকলিপি দেব রাজ্যপালের কাছে ৷ শান্তি ফেরানোর আবেদন জানাব ৷ রাজ্যপালকে অনুরোধ করব, তিনি যেন মণিপুরের এই অবস্থার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানান ৷"