পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IND vs NZ Mumbai Test : শূন্য রানে ফিরলেন কোহলি, দলকে টানছেন ময়াঙ্ক-শ্রেয়স - মুম্বই টেস্টে প্রথম একাদশে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি

মুম্বই টেস্টে প্রথম একাদশে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli has returned to the Indian Team) ৷ ভারত প্রথমে ব্যাটিং নিলেও দলের 80 রানের মাথায় পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত ৷

Test Match at Tea
দলকে টানছেন ময়াঙ্ক-শ্রেয়স

By

Published : Dec 3, 2021, 3:10 PM IST

Updated : Dec 3, 2021, 3:36 PM IST

মুম্বই, 3 ডিসেম্বর : স্বল্প বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে টস জিতলেন বিরাট কোহলি ৷ প্রথমে ব্যাটিং নিলেও দলের 80 রানের মাথায় পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ সেখান থেকে ম্যাচের হাল ধরেন ময়াঙ্ক-শ্রেয়স ৷ চা পানের বিরতিতে যাওয়ার আগে দলের স্কোর 3 উইকেট হারিয়ে 111 ৷

ভারতের হয়ে এদিন শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল-শুভমন গিল ৷ হাফসেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরে থাকা অবস্থায় বাঁ-হাতি স্পিনার আজাজ পটেলের বলে রস টেলরের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি ৷ তারপরেই কার্যত ব্যাটিং বিপর্যয় হয় ভারতীয় দলের ৷ শূন্য রানে ফেরেন পূজারা-কোহলি ৷ পরপর দু'ওভারে ভারতের দুই প্রধান ব্যাটারকে ফেরান সেই আজাজ পটেলই ৷ দীর্ঘ দু'বছর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির দেখা নেই কোহলির ব্যাটে ৷ আজ সেই শতরান দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা ৷ যদিও কোহলির এলবিডব্লিউ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ৷

একাদশে তিনটি পরিবর্তন নিয়ে সিরিজর নির্ণায়ক টেস্টে মাঠে নেমেছে ভারতীয় দল (India made three changes in their first XI) ৷ চোটের কারণে দ্বিতীয় টেস্টে নেই ইশান্ত শর্মা, অজিঙ্ক রাহানে এবং রবীন্দ্র জাদেজা ৷ জাদেজার দলে না থাকা নিঃসন্দেহে দুশ্চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে ৷ কানপুর টেস্টে ডানহাতে চোট পাওয়ার পর স্ক্যান হয় তাঁর ৷ চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামে পাঠানো হয়েছে তাঁকে ৷ রাহানের চোট হ্যামস্ট্রিংয়ে আর ইশান্ত দ্বিতীয় টেস্টে নেই আঙুলের চোটের কারণে ৷ দ্বিতীয় টেস্টে চোটের কারণে বড়সড় ধাক্কা খেয়েছে কিউয়ি শিবিরও ৷ কানপুর টেস্টের পর বাঁ-হাতের কনুইয়ের যন্ত্রণা বাড়ায় মুম্বইয়ে খেলছেন না কেন উইলিয়ামসন ৷ পরিবর্তে একাদশে এলেন ডারিল মিচেল (Daryl Mitchell replaced Kane Williamson in New Zealand XI) ৷

আরও পড়ুন :Cricket South Africa : ঘরোয়া ক্রিকেট স্থগিত রাখল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, ভারত সফর ঘিরে দুশ্চিন্তার মেঘ

বৃষ্টি না হলেও দ্বিতীয় টেস্টের প্রথমদিনের প্রথম সেশনটাই ভেস্তে যায় ৷ বিগত দু'দিনের বৃষ্টির জেরে ভিজে ছিল ওয়াংখেড়ের আউটফিল্ড ৷ যার জেরে টসটাই সম্ভব হয়নি প্রথমদিন মর্নিং সেশনে (Toss was delayed due to wet outfield at wankhede) ৷ দফায়-দফায় আউটফিল্ড পরীক্ষা করে প্রথম সেশনের খেলা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেন ম্যাচ অফিসিয়ালরা ৷

Last Updated : Dec 3, 2021, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details