চেন্নাই, 14 ফেব্রুয়ারি: ‘রেকর্ড পরিমাণে খাদ্য় উৎপাদন’ এবং জলের ব্য়বহারের জন্য তামিলনাড়ুর কৃষকদের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য় রাখার সময় মোদি বলেন, ‘‘রেকর্ড পরিমাণ খাদ্যশস্য় উৎপাদন এবং জলের উৎসের যথার্থ ব্য়বহারের জন্য আমি তামিলনাড়ুর কৃষকদের সাধুবাদ জানাতে চাই৷ জল সংরক্ষণের জন্য যা যা করা সম্ভব, আমাদের তাই করতে হবে৷ একটা মন্ত্র সবসময় মনে রাখবেন, জলের প্রত্য়েক বিন্দুতেই আরও বেশি শস্য় উৎপাদনের চাবিকাঠি লুকিয়ে আছে৷’’ দিল্লির সীমানায় যখন নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে মাসের পর মাস আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা, ঠিক সেই মুহূর্তে মোদির মুখে তামিল কৃষকদের প্রশংসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের৷ নিজেকে কৃষকবন্ধু প্রমাণ করতেই প্রধানমন্ত্রীর কৃষকস্তূতি বলে মনে করছেন রাজনীতির কারবারিরা৷
প্রসঙ্গত, এবছরই বিধানসভা নির্বাচন রয়েছে দক্ষিণী রাজ্য় তামিলনাড়ুতে৷ তার আগে রাজ্য়ের মানুষের মন পেতে মরিয়া কেন্দ্রের শাসকদল৷ এদিন চেন্নাইয়ের মঞ্চ থেকে বেশ কিছু জনকল্য়াণমুখী প্রকল্পের উদ্বোধন করেন মোদি৷ যার মধ্য়ে চেন্নাই মেট্রোরেল পরিষেবার একটা অংশও রয়েছে৷ উদ্বোধনী মঞ্চ থেকে মোদি জানান, ‘‘এবারের বাজেটে এই প্রকল্পের দ্বিতীয় দফার কাজের জন্য 63 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ যা যেকোনও শহুরে প্রকল্পের জন্য় সর্বাধিক৷ এতে চেন্নাইয়ের মানুষ উপকৃত হবেন৷’’
আরও পড়ুন:বাংলা-অসমে আত্মবিশ্বাস ও তামিলনাড়ু-কেরালায় বিজেপির আশা বাড়াল কেন্দ্রীয় বাজেট