পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অক্সিজেন সরবরাহে কেউ বাধা দিলে রেয়াত নয়, জানাল দিল্লি হাইকোর্ট - corona

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে ৷ যার জেরে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে ৷ সবথেকে ভয়ঙ্কর অবস্থা দিল্লিতে ৷ অক্সিজেনের অভাবে প্রচুর রোগীর মৃত্য়ু হয়েছে বলে অনেকেই অভিযোগ তুলছেন ৷ এই পরিস্থিতিতে ময়দানে নেমেছে দিল্লি হাইকোর্ট ৷

oxygen
অক্সিজেন

By

Published : Apr 24, 2021, 1:45 PM IST

Updated : Apr 24, 2021, 2:29 PM IST

নয়াদিল্লি, 24 এপ্রিল : অক্সিজেন সরবরাহ নিয়ে এবার কড়া অবস্থান নিল দিল্লি হাইকোর্ট ৷ অক্সিজেন সরবরাহে কেউ বাধা সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট ৷

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে ৷ যার জেরে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে ৷ সবথেকে ভয়ঙ্কর অবস্থা দিল্লিতে ৷ অক্সিজেনের অভাবে প্রচুর রোগীর মৃত্য়ু হয়েছে বলে অনেকেই অভিযোগ তুলছেন ৷ এই পরিস্থিতিতে ময়দানে নেমেছে দিল্লি হাইকোর্ট ৷ আজ একটি মামলার শুনানিতে আদালত জানিয়েছে, "অক্সিজেন সরবরাহে যদি কেউ বাধা তৈরি করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না ৷ "

আরও পড়ুন- করোনা পরিস্থিতির জেরে বঙ্গ-ভোটে প্রচার বাতিল অমিত শাহের

অন্য়দিকে দিল্লিতে পরিস্থিতিতে এতটাই খারাপ যে দিল্লি সরকার আজ আদালতে জানিয়েছে, রাজধানীতে যত দ্রুত সম্ভব 480 মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন ৷ যদি তা না পাওয়া যায় তাহলে পুরো চিকিৎসা ব্য়বস্থা ভেঙে পড়বে ৷ ইতিমধ্য়ে বেশ কয়েকটি হাসপাতাল ইতিমধ্য়ে জানিয়েছে তাদের কাছে অক্সিজেন শেষ হতে চলেছে ৷ অক্সিজেন না পেলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলে জানানো হয়েছে ৷

তবে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, গতকাল দিল্লিতে 297 মেট্রিক টন অক্সিজেন পৌঁছেছে দিল্লিতে ৷ এদিকে আজকের ওই শুনানিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে, কবে 480 মেট্রিক টন অক্সিজেন পৌঁছবে ৷

Last Updated : Apr 24, 2021, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details