পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অক্সিজেন নিয়ে কেউ কালোবাজারি করলে তাঁকে আদালতের সামনে আনার নির্দেশ দিল্লি হাইকোর্টের - covid 19

যত দিন যাচ্ছে ততই আরও ভয়ঙ্কর হচ্ছে দেশে করোনা পরিস্থিতি ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে ৷ অনেকেই অভিযোগ করেছেন, এই পরিস্থিতিতে অনেকেই অক্সিজেনের কালোবাজারি করছে ৷

o2
অক্সিজেন সিলিন্ডার

By

Published : Apr 26, 2021, 4:18 PM IST

নয়াদিল্লি, 26 এপ্রিল : অক্সিজেনের কালোবাজারি নিয়ে এবার আরও কড়া দিল্লি হাইকোর্ট ৷ এই সঙ্কটময় সময়ে যাঁরা অক্সিজেনের কালোবাজারি করছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল হাইকোর্ট ৷

যত দিন যাচ্ছে ততই আরও ভয়ঙ্কর হচ্ছে দেশে করোনা পরিস্থিতি ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে ৷ অনেকেই অভিযোগ করেছেন, এই পরিস্থিতিতে অনেকেই অক্সিজেনের কালোবাজারি করছে ৷ সাধারণ দামের থেকে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে অক্সিজেন ৷ এই পরিস্থিতি সামলাতে আরও কড়া নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷

আরও পড়ুন- অনুব্রতকে তলব সিবিআইয়ের, না যাওয়ার পরামর্শ মমতার

এ বিষয়ে বলতে গিয়ে বিচারপতি বিপিন সিং বলেছেন, আজ সকালের দিকে তিনি একটি সূত্র মারফত খবর পান একটি অক্সিজেনের সিলিন্ডারের দাম এক লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে ৷ মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট দিল্লি সরকারকে বলেছে, যদি কেউ অক্সিজেন সিলিন্ডারদের অতিরিক্ত দাম নেয় অথবা কালোবাজারি করে তাহলে তাদের আদালতের সামনে নিয়ে আসা উচিত ৷

এবিষয়ে দিল্লি সরকারের আইনজীবী রাহুল মেহেরা এবং সত্য়কাম আদালতের সামনে বলেন, এবিষয়ে তাঁদের কাছেও অভিযোগ এসেছে ৷ এবং তাঁরা পুরো বিষয়টি দেখছেন ৷ কয়েকজনকে শো-কজ় করা হয়েছে বলেও জানিয়েছেন ৷

এর আগে গত পরশু অক্সিজেন সংক্রান্ত একটি মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, এই কঠিন পরিস্থিতিতে কেউ অক্সিজেন সরবরাহে বাধা দিলে তাঁকে ফাঁসি দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details