সোলাপুর (মহারাষ্ট্র), 13 অগস্ট: ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদানের বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করলেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)-এর প্রধান শরদ পাওয়ার ৷ রবিবার তিনি সাফ জানান, তাঁর দল কোনও অবস্থাতেই বিজেপির সঙ্গে যাচ্ছে না ৷ কারণ হিসাবে পাওয়ারের দাবি, আদর্শগত দিক থেকে এনসিপি-র সঙ্গে কোনও অংশেই খাপ খায় না বিজেপির'র আদর্শ ৷ এমনকী দুই দলের রাজনৈতিক কাঠামোও সম্পূর্ণ ভিন্ন বলেও জানান তিনি।
এনসিপি প্রধান বলেন, "দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে, আমি স্পষ্ট করে দিচ্ছি যে আমার দল (এনসিপি) বিজেপির সঙ্গে যাবে না। ভারতীয় জনতা পার্টির আদর্শ এনসিপি'র রাজনৈতিক কাঠামোর সঙ্গে যায় না ৷" এদিন মহারাষ্ট্রের সোলাপুর জেলার সাঙ্গোলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাওয়ার আরও জানান, যে তাঁর কিছু 'শুভানুধ্যায়ী' তাঁকে বিজেপিতে যোগদানের জন্য প্ররোচিত করার চেষ্টা করছে।
তিনি বলেন, "আমাদের মধ্যে কেউ কেউ ভিন্ন অবস্থান নিয়েছে ইতিমধ্যেই। আমাদের কিছু শুভাকাঙ্খী আমাদের মনের মধ্যে কোনও পরিবর্তণ হতে পারে কি না, তা দেখার চেষ্টা করছেন। সেজন্য তারা আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করার চেষ্টা করছেন ৷" তিনি নাম না করে কার দিকে ইঙ্গিত দিয়েছেন তা অবশ্য স্পষ্ট ৷ সম্প্রতি, শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার এবং আরও আট জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) বিধায়ক বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে) নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারে যোগ দিয়েছেন ৷ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথও নেন অজিত। পরে অবশ্য অজিত পাওয়ার এনসিপি-র আরও বেশ কয়েকজন বিধায়কের সমর্থন পাওয়ার দাবি করেছিলেন।