নয়াদিল্লি, 5 এপ্রিল : দেশবিরোধী প্রচার চলছে ৷ তাই 4টি পাকিস্তানভিত্তিক ইউটিউব নিউজ চ্যানেল-সহ 22টি ইউটিউব চ্যানেল ব্লক করল নয়াদিল্লি । কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙ্খলা সংক্রান্ত বিভ্রান্তি ছড়ানোর জন্য আইটি নিয়ম, 2021-এর অধীনে ইউটিউব চ্যানেলগুলি ব্লক করা হয়েছে । একইসঙ্গে 3টি টুইটার অ্যাকাউন্ট, 1টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 1টি নিউজ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে (I&B blocks 22 YouTube channels for spreading Anti-India content)।
মন্ত্রকের তরফে জানা গিয়েছে, ইউটিউব চ্যানেলগুলির দর্শক সংখ্যা 260 কোটিরও বেশি ৷ প্রত্যেকটি চ্যানেলই ভুয়ো খবর এবং সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছিল । গত বছরের ফেব্রুয়ারিতে আইটি নিয়ম, 2021-এর বিজ্ঞপ্তির পর থেকে এই প্রথম দেশের ইউটিউব-ভিত্তিক সংবাদ প্রকাশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল ৷