পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

‘‘আমি ভারতের দীর্ঘতম অতিথি’’, বললেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা - ধর্মীয় সংহতি

ধর্মীয় সংহতি এবং অহিংসা নিয়ে এক আলোচনায় ভারতের প্রশংসা করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ৷ আর দীর্ঘদিন ভারতে থাকার সুবাদে, নিজেকে ভারতের দীর্ঘতম অতিথি হিসেবে উল্লেখ করেন তিনি ৷

i-am-longest-guest-of-india-says-dalai-lama
‘‘আমি ভারতের দীর্ঘতম অতিথি’’, বললেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা

By

Published : Jul 7, 2021, 5:16 PM IST

হায়দরাবাদ, 7 জুলাই : নিজেকে ভারতে ‘দীর্ঘতম অতিথি’ হিসেবে জানালেন তিব্বতের ধর্মগুরু দলাই লামা ৷ ডক্টরস রেড্ডির ল্যাবরেটরির ম্যানেজিং ডিরেক্টর তথা কো-চেয়ারম্যান জিভি প্রসাদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেছেন বৌদ্ধ ধর্মগুরু ৷ যেখানে তিনি জানান, ভারত এমন এক দেশ যারা তাঁকে সব সময় হাসি মুখে স্বাগত জানিয়েছে ৷ তিনি বলেন, ‘‘ভারত, যারা অহিংসা এবং করুণার কথা বলে ৷ যা বিশ্বের অন্যান্য দেশের কাছে আদর্শ ৷’’

ওই ভার্চুয়াল আলাপচারিতায় দলাই লামা জানান, ‘‘আমি আগেও বলেছি, ভারত আমার বাড়ির মতো ৷ আমি তিব্বতে জন্মেছি ৷ কিন্তু, জীবনের বেশিরভাগ সময়টা আমি এই দেশে কাটিয়েছে... আমি খুবই গর্বিত যে আমি ভারত সরকারের অতিথি ৷ আমার মনে হয়, আমি ভারত সরকারের দীর্ঘতম অতিথি ৷ আর এই অতিথি কোনও সমস্য়া তৈরি করবে না ৷’’ পাশাপাশি ভারতে ধর্মীয় সৌভ্রাতৃত্বের কথাও এই আলাপচারিতায় উল্লেখ করেন দলাই লামা ৷

আরও পড়ুন : দলাই লামাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

ভারতকে ধর্মনিরপেক্ষ উল্লেখ করে দলাই লামা বলেন, তিনি নিজে অহিংসা এবং করুণার বার্তা দেন ৷ আর যা ভারতের আত্মার মধ্যে রয়েছে ৷ যাকে ভারতীয়রা হাজার হাজার বছর ধরে বয়ে নিয়ে চলেছে ৷ শত কোটির বেশি মানুষের দেশ ভারত ধর্মীয় সৌভ্রাতৃত্বের আদর্শ উদাহরণ বলে মনে করেন বৌদ্ধ ধর্মগুরু ৷ আর তাঁর এই ধারণার পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই ৷ তাঁর এই মনে হওয়া সম্পূর্ণভাবে ভারতের মানুষকে দেখে বলে জানিয়েছেন দলাই লামা ৷

ABOUT THE AUTHOR

...view details