পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New Year-Eve for Swiggy: বর্ষবরণের রাতে সুইগিতে লক্ষ লক্ষ বিরিয়ানি-চিপস-খিচুড়ির আবদার, চাহিদা তুঙ্গে কন্ডোমেরও - কনডোমের প্যাকেটও ডেলিভারি

নতুন বছরের আগের রাতে আপনি কি সুইগিতে অর্ডার দিয়েছিলেন ? ফুড ডেলিভারি অ্যাপটি উৎসবের আবহে গ্রাহকদের লক্ষ লক্ষ বিরিয়ানি, পিৎজা থেকে শুরু করে চিপস পাঠিয়েছে ৷ আরও কিছু অর্ডার এসেছে সংস্থাটির কাছে (New Year Eve Order Swiggy) ৷

Swiggy Biriyani
সুইগির বিরিয়ানি

By

Published : Jan 1, 2023, 12:43 PM IST

হায়দরাবাদ, 1 জানুয়ারি: লক্ষ লক্ষ বিরিয়ানি ডেলিভারি করেছে সুইগি ৷ শনিবার প্রাক-নববর্ষের রাতে দেশজুড়ে 3 লক্ষ 50 হাজার বিরিয়ানির অর্ডার হয়েছে । পাশাপাশি রাত 10.25 মিনিট পর্যন্ত 61 হাজার পিৎজা ডেলিভারি করেছে ফুড ডেলিভারি অ্যাপটি ৷ টুইটারে তারা একটি ভোটের ব্যবস্থা করেছিল ৷ তাতে 75.4 গ্রাহক শতাংশ বিরিয়ানি পছন্দ করেছেন । তারপরই আছে লখনউয়ের 14.2 শতাংশ আর তৃতীয় স্থানে অবশ্যই কলকাতার বিরিয়ানি । পছন্দ করেছেন 10.4 শতাংশ গ্রাহক (Biryani orders in Swiggy) ৷

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের আগের দিনের রাতে বিরিয়ানি অর্ডার সবচেয়ে বেশি এসেছে এই ফুড অ্যাপ সংস্থার কাছে ৷ শনিবার রাত 7.20 মিনিট পর্যন্ত 1.65 লক্ষ বিরিয়ানি ডেলিভারি দিয়েছে সুইগি ৷

এর আগে 2021 সালের প্রাক-নববর্ষের রাতে হায়দরাবাদের অন্যতম বিখ্যাত বিরিয়ানি বিক্রেতা বাওয়ার্চি প্রতি মিনিটে 2টি বিরিয়ানি ডেলিভারি করেছিল ৷ এবছর 31 ডিসেম্বর বাওয়ার্চির বিরিয়ানির (Bawarchi Biriyani) চাহিদা এতটাই তুঙ্গে যে, 15 টন বিরিয়ানি তৈরি করতে হয়েছিল ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা ডাম্পারের, প্রাণ গেল সুইগি ডেলিভারি বয়ের

ডোমিনোজের 61 হাজার 287টি পিৎজা ডেলিভারি করা হয়েছে ৷ তার সঙ্গে কতগুলি ওরিগানোর প্যাকেট যেত পারে ! তা নিয়ে হিমশিম খেয়েছে সুইগি ৷ একটি টুইটে জানিয়েছে সংস্থাটি ৷ এর সঙ্গে ছিল চিপস ৷ শনিবার সন্ধে 7টা নাগাদ সুইগি ইনস্টামার্ট 1.76 লক্ষ চিপসের প্যাকেট পাঠিয়েছে গ্রাহকদের কাছে ৷ নতুন বছরের আনন্দে খাবারদাবার তো আছেই । সঙ্গে চাহিদা ছিল কন্ডোমেরও ৷ সুইগি ইনস্টামার্ট (Swiggy Instamart) একটি নির্দিষ্ট কোম্পানির 2 হাজার 757টি কন্ডোমের প্যাকেটও ডেলিভারি করেছে ৷

সুইগির সিইও শ্রীহর্ষ ম্যাজেটি বলেন, "পার্টি শুরু হয়ে গিয়েছে ৷ আমরা ইতিমধ্যে 1.3 মিলিয়নেরও (13 লক্ষ) বেশি অর্ডার ডেলিভারি দিয়েছি ৷ নতুন বছরের আগে আমাদের সহকারী সংস্থা এবং রেস্তোরাঁগুলি যে দ্রুততার সঙ্গে কাজ করেছে তা ভোলা যাবে না ৷" 9.18 মিনিট সময় পর্যন্ত বিরিয়ানি, চিপসের পাশাপাশি ছিল খিচুড়ির চাহিদা ৷ দেশের 12 হাজার 344 জন মানুষ খিচুড়ি চেয়ে অর্ডার পাঠিয়েছিলেন সুইগিতে ৷

ABOUT THE AUTHOR

...view details