পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Husband Kills Wife: পুত্রসন্তানের জন্ম দিতে অপারগ স্ত্রী'কে শ্বাসরোধ করে হত্যা স্বামীর - স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা স্বামীর

স্ত্রী পুত্রসন্তানের জন্ম দিতে না-পারায় নিত্যদিন ঝগড়া হত দম্পতির ৷ স্ত্রী'কে নিয়মিত মারধর করতেন স্বামী ৷ সোমবার রাতে সেই ঝগড়া চরমে পৌঁছয় ৷ ঝগড়ার জেরে স্ত্রী'কে শ্বাসরোধ করে হত্যা করলেন ব্যক্তি ।

Husband Kills Wife file pic
শ্বাসরোধ করে হত্যা স্ত্রীকে

By

Published : May 10, 2023, 7:38 PM IST

আগ্রা, 10 মে:বর্বরতার চরম নির্দশন ! পর পর তিনটি কন্যা সন্তান ৷ ছেলে না-হওয়ায় ক্ষুব্ধ স্বামী খুন করলেন স্ত্রীকে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে আগ্রার তাজনগরীতে সদরবাজার থানার সওদাগর লাইন এলাকায় ৷ ওইদিন রাতে ঝগড়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে ব্যক্তি বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁর নাম ভবানী সিং ৷ জানা গিয়েছে, কন্যাসন্তান জন্ম দেওয়া নিয়ে প্রতিদিন ঝামেলা হত স্বামী স্ত্রী'র মধ্যে। অভিযুক্ত একটি ছেলে চাইছিলেন । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভবানী সিং 2015 সালে আলিগড়ের রায়পুর-মণিপুর গ্রামের বাসিন্দা অমলেশকে বিয়ে করেছিলেন। ভবানী সিং ওই এলাকায় একটি চায়ের দোকান চালাতেন ।

নিহতের ভাই হরেন্দ্র জানান, বোন অমলেশের তিন মেয়ে ছিল । এদের মধ্যে সবচেয়ে বড় সাত বছর বয়সি হার্দিকা ও দ্বিতীয় মেয়ে তিন বছরের কাব্যংশী । তৃতীয় মেয়ের মৃত্যু হয়েছে । একটানা মেয়ের জন্মের কারণে ভবানী তার স্ত্রী অমলেশকে প্রায়শই মারধর করতেন । এ কারণে একবার অমলেশকে সঙ্গে নিয়ে চলে যান তাঁর ভাই । কিন্তু ভবানী এরপর শ্বশুরবাড়ির লোকজনের কাছে গিয়ে হাত-পায়ে ধরেন ৷ তারপর তিনি আবার অমলেশকে ফিরিয়ে নিয়ে আসেন নিজের বাড়িতে।

সোমবার গভীর রাতেও উভয়ের মধ্যে মারামারি হয়। ঝগড়ার মধ্যেই অমলেশকে শ্বাসরোধ করে হত্যা করেন ভবানীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমলেশের। বাড়ি থেকে চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসে ৷ প্রতিবেশীরা এসে অমলেশকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে পুলিশকে ঘটনাটি জানায় । পুলিশের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ৷ খবর দেওয়া হয় অমলেশের আত্মীয়দের। তারাও সেখানে আসে ৷

এই ঘটনায় সদর বাজারের এসিপি অর্চনা সিং জানান, 8 তারিখ গভীর রাতে এক মহিলার হত্যার খবর পায় পুলিশ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নিহতের স্বামী ভবানী সিং। দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে । অমলেশকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । ঘটনাস্থলে উপস্থিত লোকজন এবং নিহতের পরিবারের সাক্ষীর ভিত্তিতে মামলা নথিভুক্ত করেছে পুলিশ ৷ অভিযুক্ত ভবানী সিংকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন:বউদির সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন স্ত্রী ও মেয়ে

ABOUT THE AUTHOR

...view details