আগ্রা, 10 মে:বর্বরতার চরম নির্দশন ! পর পর তিনটি কন্যা সন্তান ৷ ছেলে না-হওয়ায় ক্ষুব্ধ স্বামী খুন করলেন স্ত্রীকে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে আগ্রার তাজনগরীতে সদরবাজার থানার সওদাগর লাইন এলাকায় ৷ ওইদিন রাতে ঝগড়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে ব্যক্তি বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁর নাম ভবানী সিং ৷ জানা গিয়েছে, কন্যাসন্তান জন্ম দেওয়া নিয়ে প্রতিদিন ঝামেলা হত স্বামী স্ত্রী'র মধ্যে। অভিযুক্ত একটি ছেলে চাইছিলেন । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভবানী সিং 2015 সালে আলিগড়ের রায়পুর-মণিপুর গ্রামের বাসিন্দা অমলেশকে বিয়ে করেছিলেন। ভবানী সিং ওই এলাকায় একটি চায়ের দোকান চালাতেন ।
নিহতের ভাই হরেন্দ্র জানান, বোন অমলেশের তিন মেয়ে ছিল । এদের মধ্যে সবচেয়ে বড় সাত বছর বয়সি হার্দিকা ও দ্বিতীয় মেয়ে তিন বছরের কাব্যংশী । তৃতীয় মেয়ের মৃত্যু হয়েছে । একটানা মেয়ের জন্মের কারণে ভবানী তার স্ত্রী অমলেশকে প্রায়শই মারধর করতেন । এ কারণে একবার অমলেশকে সঙ্গে নিয়ে চলে যান তাঁর ভাই । কিন্তু ভবানী এরপর শ্বশুরবাড়ির লোকজনের কাছে গিয়ে হাত-পায়ে ধরেন ৷ তারপর তিনি আবার অমলেশকে ফিরিয়ে নিয়ে আসেন নিজের বাড়িতে।