আলিগড়, 24 ডিসেম্বর: স্বামীর থেকে ডিভোর্স চাইলেন স্ত্রী ! কারণ ? স্ত্রী বিউটি পার্লারে গিয়ে মেকআপ করেছিলেন ৷ আর তার বিল মেটানোর জন্য টাকা চেয়েছিলেন স্বামীর কাছে ৷ স্বামী তা দেননি বলে অভিযোগ স্ত্রীর ৷ আর এই কারণেই স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে ৷ বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী (Aligarh Family Court divorce case) ৷
2015 সালে সিভিল লাইন ক্ষেত্র এলাকার বাসিন্দা যুবতীর সঙ্গে দিল্লির যুবক অমিতের বিয়ে হয় ৷ তিনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন ৷ বিয়ের পর প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল ৷ কিন্তু বছর তিনেক আগে দম্পতির মধ্যে ঝামেলা বাধে ৷ এরপর থেকে দু'জনে আলাদা আলাদা থাকতে শুরু করেছিলেন ৷ তাঁদের কোনও সন্তান নেই ৷ এবার স্ত্রী আদালতে খোরপোশের আবেদন করেছেন (Husband does not give money for makeup in beauty parlour, wife asks for divorce in Aligarh) ৷