হায়দরাবাদ, 5 মে:ফের অনারকিলিঙের ঘটনা (Honor Killing in Hyderabad)৷ ঘটনাস্থল হায়দরাবাদ ৷ পরিবারের অসম্মতিতে বিয়ে করেছিলেন এক তরুণী ৷ এই বিয়ে মেনে নিতে না পেরে বাড়ির মেয়ের চোখের সামনে প্রকাশ্য রাস্তায় তাঁর স্বামীকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করল মেয়েটির পরিবারের লোকজন (Man brutally kills his sister's husband)৷
বুধবার রাত 9টা নাগাদ হায়দরাবাদের সরুর নগর থানা এলাকার জিএইচএমসি অফিস রোডে ঘটে এই ভয়াবহ ঘটনা ৷ রঙ্গারেড্ডি জেলার মারপল্লি গ্রামের বাসিন্দা ভিল্লুপুরম নাগরাজ ও সৈয়দ আসরিন সুলতানার প্রেম দীর্ঘ সাত বছরের ৷ এই সম্পর্কের কথা জানার পর থেকেই নাগরাজকে হুঁশিয়ারি দিয়েছিল সুলতানার পরিবার ৷ তাঁকে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল ৷ তবে তাতে রাজি ছিলেন না নাগরাজ (Hyderabad murder)৷
কয়েক মাস আগে একটি গাড়ির কোম্পানিতে চাকরি পান নাগরাজ ৷ গত 1 জানুয়ারি তিনি গোপনে সুলতানার সঙ্গে দেখা করেন ৷ সেই দিনই তাঁরা সিদ্ধান্ত নেন যে, তাঁরা বিয়ে করবেন ৷ পরিকল্পনা মতো জানুয়ারির শেষ সপ্তাহে বাড়ি থেকে পালিয়ে হায়দরাবাদ চলে যান সুলতানা ৷ 31 জানুয়ারি লাল দরওয়াজার আর্য সমাজে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷
আরও পড়ুন:মেয়ের কাটা মুণ্ডু হাতে থানায় বাবা, উত্তরপ্রদেশে ফের সম্মানরক্ষায় খুন ?
বিয়ের পর অন্য একটি চাকরি নেন নাগরাজ ৷ কিন্তু তাঁরা যে হাদরাবাদে আছেন, সে কথা পরিবার জেনে গিয়েছে এটা জানতে পেরে মাস দুই আগে ভাইজাগ চলে যান নবদম্পতি ৷ সেখানে কিছুদিন কাটানোর পর তাঁরা ভেবেছিলেন যে, আর তাঁদের কেউ ধাওয়া করবে না ৷ পাঁচ দিন আগে তাঁরা সেখান থেকে ফিরে এসে সরুর নগরে থাকা শুরু করেন ৷ তবে সুলতানার পরিবারের রাগ তখনও কমেনি ৷ তারা বিষয়টি জানতে পেরে নাগরাজকে খুন করার ষড়যন্ত্র করে ৷ বুধবার রাতে এই দম্পতি তাঁদের বাড়ির বাইরে বেরোলে বাইকে তাঁদের ধাওয়া করে সুলতানার ভাই ও তার বন্ধু ৷ এরপর তারা সুলতানা ও নাগরাজের উপর হামলা চালায় ৷ লোহার রড ও তরোয়াল দিয়ে উপর্যুপরি আঘাত করে নৃশংস ভাবে খুন করা হয় নাগরাজকে ৷
ভাই তাঁর স্বামীকে এ ভাবে মারছে দেখে শোকে ভেঙে পড়েন সুলতানা ৷ চোখের সামনে স্বামীর মাথায় রড দিয়ে আঘাত করছে ভাই, আর রক্তে ভেসে যাচ্ছে নাগরাজের শরীর ৷ হাতে পায়ে ধরেও ভাইকে আটকাতে পারেননি সুলতানা ৷ চোখের জলে তিনি বলেন, "আমাদের বিয়েটা পরিবার মানেনি ৷ কিন্তু কখনও ভাবতে পারিনি যে আমার পরিবার আমার স্বামীকে মেরে ফেলবে ৷ আমি ওকে বাঁচাতে পারলাম না ৷"
স্থানীয়রা পুলিশে খবর দিলে সঙ্গে সঙ্গে বাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে ৷ এসিপি শ্রীধররেড্ডি জানিয়েছেন, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে ৷ এই নারকীয় ঘটনায় থানায় সামনেই বিক্ষোভ দেখান উত্তেজিত বিজেপি সমর্থকরা ৷