পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Saket Gokhale: সাকেত গোখলের 1 দিনের পুলিশি হেফাজত - Saket Gokhale

তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale) মঙ্গলবার গ্রেফতার করেছে গুজরাত পুলিশ ৷ এদিন তাঁকে আদালতে পেশ করা হলে 8 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক (Gujarat police get 1 day custody of Saket Gokhale) ৷

Saket Gokhale
সাকেত গোখলে

By

Published : Dec 7, 2022, 8:40 AM IST

আমেদাবাদ, 7 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale) মঙ্গলবার গ্রেফতার করেছে গুজরাত পুলিশ ৷ মোরবি ব্রিজ বিপর্যয় নিয়ে তাঁর করা একটি টুইটের পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনার কথা টুইট করে জানিয়েছিলেন দলের রাজ্যসভার ডেরেক' ও ব্রায়েন (Gujarat police get 1 day custody of Saket Gokhale) ৷

আমেদাবাদ সাইবার ক্রাইম সেলের আধিকারিকরা এদিন ভোরে গোখলেকে রাজস্থানের জয়পুরে আটক করেছিলেন এবং বিকেলে আমেদাবাদে নিয়ে যান, সেখানেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ পরে এই টিএমসি সদস্যকে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমভি চৌহানের আদালতে তোলা হলে তাঁকে 8 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

সাকেত গোখলের অভিযোগ ছিল, মোরবি ব্রিজ ভাঙার পর গুজরাতে মোদির পরিদর্শনের জন্য 30 কোটি টাকা খরচ করা হয়েছে । এদিকে দলীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতারিতে ক্ষুব্ধ হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সাকেতের গ্রেফতারিকে প্রতিহিংসামূলক আচরণ বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার আজমেঢ়ে মুখ্যমন্ত্রী জানান, সোমবার মধ্যরাতে জয়পুর থেকে সাকেতকে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷ উনি কোনও ভুল করেননি ৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করা নিয়ে তাঁকে আমেদাবাদ ধরে নিয়ে যাওয়া হয়েছে ৷ এটা 'প্রতিহিংসামূলক আচরণ' ৷ তিনি বলেন, "এটি খুব খারাপ এবং দুঃখজনক । সাকেত গোখলে একজন ভালো মানুষ । সোশাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয় । তিনি কোনও ভুল করেননি ৷"

আরও বলেন, "আমি এই প্রতিহিংসামূলক মনোভাবের নিন্দা জানাই । প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করায় তাঁকে (সাকেত) গ্রেফতার করা হয়েছে । লোকেরা আমার বিরুদ্ধে টুইটও করে... আমরা পরিস্থিতির জন্য সত্যিই দুঃখিত" ৷ জানা গিয়েছে, সাকেত গোখলে সম্প্রতি একটি হার্ট সার্জারি করেছেন এবং জয়পুরে ব্যক্তিগত সফরে ছিলেন তিনি ৷

আরও পড়ুন:গুজরাত পুলিশের হাতে গ্রেফতার দলীয় মুখপাত্র, প্রতিবাদ তৃণমূলের

গোখলে সম্প্রতি একটি টুইট করেছেন । গুজরাটি সংবাদপত্রে সে সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল । সংবাদটিতে ছিল, সেতু ভেঙে যাওয়ার পরে মোরবি শহরে প্রধানমন্ত্রী মোদির সফরে 30 কোটি টাকা ব্যয় করেছে । যে মোরবিতে মাচ্চু নদীর উপর নির্মিত ব্রিটিশ আমলের সেতু ধসে 135 জনের মৃত্যু হয় ৷ তবে এ বিষয়ে ওই গুজরাট সমাচারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, এরকম কোনও খবর কখনই প্রকাশিত হয়নি । এটি সম্পূর্ণ ভুয়ো ৷ এরপরই ভুয়ো খবর সোশাল মিডিয়ায় দেওয়ার জন্য তাঁকে গ্রেফতার করা হয় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details