আমেদাবাদ, 7 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale) মঙ্গলবার গ্রেফতার করেছে গুজরাত পুলিশ ৷ মোরবি ব্রিজ বিপর্যয় নিয়ে তাঁর করা একটি টুইটের পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনার কথা টুইট করে জানিয়েছিলেন দলের রাজ্যসভার ডেরেক' ও ব্রায়েন (Gujarat police get 1 day custody of Saket Gokhale) ৷
আমেদাবাদ সাইবার ক্রাইম সেলের আধিকারিকরা এদিন ভোরে গোখলেকে রাজস্থানের জয়পুরে আটক করেছিলেন এবং বিকেলে আমেদাবাদে নিয়ে যান, সেখানেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ পরে এই টিএমসি সদস্যকে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমভি চৌহানের আদালতে তোলা হলে তাঁকে 8 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷
সাকেত গোখলের অভিযোগ ছিল, মোরবি ব্রিজ ভাঙার পর গুজরাতে মোদির পরিদর্শনের জন্য 30 কোটি টাকা খরচ করা হয়েছে । এদিকে দলীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতারিতে ক্ষুব্ধ হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সাকেতের গ্রেফতারিকে প্রতিহিংসামূলক আচরণ বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার আজমেঢ়ে মুখ্যমন্ত্রী জানান, সোমবার মধ্যরাতে জয়পুর থেকে সাকেতকে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷ উনি কোনও ভুল করেননি ৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করা নিয়ে তাঁকে আমেদাবাদ ধরে নিয়ে যাওয়া হয়েছে ৷ এটা 'প্রতিহিংসামূলক আচরণ' ৷ তিনি বলেন, "এটি খুব খারাপ এবং দুঃখজনক । সাকেত গোখলে একজন ভালো মানুষ । সোশাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয় । তিনি কোনও ভুল করেননি ৷"