চণ্ডীগড়, 23 ডিসেম্বর :যারা পঞ্জাবে অশান্তি ছড়ানোর অপচেষ্টা করছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না ৷ বৃহস্পতিবার লুধিয়ানা জেলা আদালত চত্বরে বিস্ফোরণ (Ludhiana Court Blast) প্রসঙ্গে বলতে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi on Ludhiana Court Blast) ৷ তিনি জানান, বিস্ফোরণের খবর শুনে তিনি মর্মাহত ৷ টুইটারে এনিয়ে একটি পোস্ট করেন চরণজিৎ ৷ সেখানেই মুখ্যমন্ত্রী জানান, শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন তিনি ৷ একইসঙ্গে রাজ্যের মানুষের উদ্দেশ্য়ে তাঁর প্রতিশ্রুতি, যে বা যারা এভাবে পঞ্জাবকে অশান্ত করার চেষ্টা করছে, তাদের কাউকে রেয়াত করা হবে না ৷ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ৷
আরও পড়ুন : Ludhiana district court Explosion: লুধিয়ানার জেলা আদালতে বিস্ফোরণ, জখম এক মহিলা
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিধানসভা ভোট (Punjab Assembly Election 2022) এগিয়ে এসেছে বলেই পঞ্জাবের শান্তি ভঙ্গ করার চেষ্টা চলছে ৷ এই কাজ যারা করছে, তারা আদতে সমাজবিরোধী ৷ চান্নির কথায়, ‘‘আমি লুধিয়ানা যাচ্ছি ৷ সামনেই বিধাসভা ভোট ৷ আর সেই কারণেই কিছু সমাজবিরোধী এইসব কাণ্ড ঘটাচ্ছে ৷ কিন্তু, সরকার সতর্ক রয়েছে ৷ দোষ প্রমাণ হলে দোষীদের কাউকে ছাড়া হবে না ৷’’
আরও পড়ুন :IED Recovered in South Kashmir : যৌথ অভিযানে সাফল্য, কাশ্মীরে উদ্ধার 5 কেজি আইইডি
প্রসঙ্গত, বৃহস্পতিবারই লুধিয়ানা জেলা আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ তাতে প্রাণ যায় একজনের ৷ জখম হন আরও দু’জন ৷ লুধিয়ানার পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লর জানিয়েছেন, এদিন আদালত ভবনের তিনতলায় রেকর্ড রুমের কাছেই বিস্ফোরণটি ঘটে ৷ তিনি বলেন, ‘‘বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন দু’জন ৷ ঘটনার তদন্তের জন্য চণ্ডীগড় থেকে বম্ব স্কোয়াড ও ফরেনসিক দলকে ডেকে পাঠানো হয়েছে ৷’’ অন্যদিকে, ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷