দিল্লি, 17 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাস নিয়ে ভারত সরকার মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসী ৷ তারা এই পরিস্থিতিকে চূড়ান্ত অবহেলা করছে ৷ কোভিড নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রের ভূমিকায় ফের একবার এভাবেই সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ ইতিমধ্যে ভারতে ঢুকে গিয়েছে কোরোনার ব্রাজিলিয় এবং দক্ষিণ আফ্রিকান স্ট্রেন ৷ যা অত্যন্ত উদ্বেগের বলে মত বিশেষজ্ঞদের ৷ টুইটারে এনিয়ে সরব হয়েছেন রাহুল ৷ তিনি সতর্ক করে বলেন, কোরোনা প্রকোপ কমলেও ভারত থেকে এখনও পর্যন্ত এই ভাইরাসকে হটানো সম্ভব হয়নি ৷
কোরোনা ঠেকাতে গত মার্চে দেশজুড়ে লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার ৷ পরবর্তীতে ধাপে ধাপে আসে আনলক পর্ব ৷ আর এখন তো একের পর এক রাজ্য়ে আসন্ন বিধানসভা ভোটের মরশুমে সবকিছুই স্বাভাবিক ৷ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে ভিড় হচ্ছে নজরকাড়া৷ তাতে কোরোনার উপস্থিতি বোঝা কার্যত অসম্ভব৷ স্বাস্থ্যবিধি মানছে না কোনও পক্ষই ৷ এই পরিস্থিতিতে কোরোনার নতুন স্ট্রেন ভারতে ছড়িয়ে পড়লে, তার ফল হতে পারে মারাত্মক৷ পরিস্থিতির জন্য কার্যত কেন্দ্রকেই শিকেয় তুলেছেন রাহুল ৷
মঙ্গলবারই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভারতে বেশ কয়েকজনের শরীরে দক্ষিণ আফ্রিকান এবং ব্রাজিলীয় স্ট্রেনের হদিস মিলেছে ৷ যার জেরে ওই দেশগুলি থেকে আসা যাত্রীদের কোরোনা পরীক্ষার উপর আরও জোর দেওয়া হচ্ছে ৷ পাঁচ সংক্রমিতকে পাঠানো হয়েছে কোয়ারানটিনে ৷