পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

G20 Turns G21: দিল্লিতে শেষ জি20, আগামী বছর ব্রাজিল থেকে শুরু জি21 সম্মেলন ! - african union gets new membership in g20

বর্তমান সভাপতি হিসেবে এবছর ভারতে জি20 সম্মেলন আয়োজন করার দায়িত্ব পেয়েছিল ভারত ৷ রবিবার শেষ হয়েছে 2 দিনের এই সম্মেলন ৷ আগামী বছর ব্রাজিলে বসবে জি20 ৷ তবে এবছর আফ্রিকান ইউনিয়ন এই গোষ্ঠীর সদস্য হওয়ায় আগামী বছর এই বৈঠকের পরিচিতি হতে পারে জি21 হিসেবে ৷

ETV Bharat
ছবি সৌজন্যে টুইটার

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 7:08 PM IST

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে রবিবার শেষ হয়েছে জি20 শীর্ষ সম্মেলন ৷ ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গের উল্লেখ রেখেই এই বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে ঘোষিত হয়েছে নয়াদিল্লি ঘোষণাপত্র বা নিউ দিল্লি ডিক্লারেশন ৷ বিষয়টিকে ভারতের বিশেষ কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে ৷ এছাড়া এবছরের জি20 সম্মেলন এরও একটি বিশেষ অর্থে গুরুত্বপূর্ণ ৷ এই সম্মেলনের মঞ্চেই জি20 তে স্থায়ী সদস্য পদ পেয়েছে আফ্রিকান ইউনিয়ন ৷ ফলে আগামী দিনে এই মঞ্চ পরিচিত হতে পারে জি21 হিসেবে ৷ আগামী বছর এই সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রাজিল ৷ সব ঠিক থাকলে ব্রাজিলেই বসবে প্রথম জি21 সম্মেলন এবং ভারত সাক্ষী থাকল শেষ জি20 সম্মেলনের ৷ কূটনৈতিক মহলের দাবি, জি20 তে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্য রূপে পেতে বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এরফলে ভবিষ্যতে নয়া আকার পেতে চলেছে জি20 ৷ এই গোষ্ঠীর স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে থাকছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন ৷ শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে জি20 তে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভূক্তির বিষয়টি ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জি20 এর সদস্য পদ গ্রহণ করেছেন আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসোমানি ৷ রবিবার সম্মেলন শেষে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে একটি বৈঠকও করেন প্রধানমন্ত্রী ৷ আজালি আসোমানি আফ্রিকার ছোট দেশ কমোরসের রাষ্ট্রপতি পদেও আছেন ৷

আরও পড়ুন:জি20 প্রেসিডেন্সির হাতুড়ি ব্রাজিলের প্রেসিডেন্টের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদি

তথ্য বলছে, বর্তমানে বিশ্বের মোট জিডিপি এর 85 শতাংশের অধিকারী জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলি ৷ বিশ্বের মোট আন্তর্জাতিক বাণিজ্যের 75 শতাংশই হয় এই দেশগুলির মধ্যে ৷ বিশ্বের মোট জনসংখ্যার 66 শতাংশের প্রতিনিধিত্ব করে জি20 ৷ আফ্রিকান ইউনিয়নের সংযুক্তির ফলে বিশ্বের 80 শতাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে এই মঞ্চ ৷ উল্লেখ্য, আফ্রিকান ইউনিয়নের মধ্যে রয়েছে 55টি দেশ ৷

ABOUT THE AUTHOR

...view details