পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lucknow Murder: হাজার টাকার জন্য দ্বাদশের ছাত্রকে খুনে অভিযুক্ত বন্ধু - লখনউ

দ্বাদশ শ্রেণির ছাত্র আকাশ কাশ্যপ ৷ শনিবার রাতে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন ৷ অভিযোগ, সেখানে অন্য বন্ধু এক হাজার টাকা নিয়ে তাঁর তর্কাতর্কি হয় ৷ তার জেরে তাঁকে খুন করা হয় ৷ অভিযুক্তদের খুঁজছে পুলিশ ৷

Lucknow Murder
Lucknow Murder

By

Published : Jun 19, 2023, 12:16 PM IST

লখনউ, 19 জুন: এক হাজার টাকা নিয়ে গোলমাল ৷ আর তার জেরেই এক ছাত্রকে খুন করার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের গোমতীনগরে ৷ নিহতের নাম আকাশ কাশ্যপ৷ বছর ঊনিশের আকাশ দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল ৷ এক বন্ধুর বাড়িতে পার্টি চলাকালীন ঘটনাটি ঘটে ৷ তাঁকে খুনের অভিযোগ উঠেছে দু’জনের বিরুদ্ধে ৷

পুলিশ জানিয়েছে, আকাশকে নৃশংসভাবে খুন করা হয় ৷ তাঁকে ছুরি দিয়ে 12 বার আঘাত করা হয়েছিল ৷ তাঁর বন্ধুরাই তাঁকে লখনউয়ের লোহিয়া হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নিয়ে যান ৷ সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয় ৷ কিন্তু তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসকরা কেজিএমইউ ট্রমা কেয়ার সেন্টারে রেফার করেন । পরে তাঁকে সেখানে ভরতি করা হয় ৷ ওই ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আকাশের মৃত্যু হয় ।

আকাশের বাবা এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত ৷ যে দু’জনের বিরুদ্ধে আকাশকে খুনের অভিযোগ উঠেছে, তারা পলাতক বলে পুলিশ জানিয়েছে ৷ তবে তাদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ৷ তাদের ধরতে ইতিমধ্যে পুলিশের তিনটি দল তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

নিহত দ্বাদশ শ্রেণির ছাত্র আকাশ কাশ্যপ

আকাশের বাবা জগদীশ কাশ্যপ জানিয়েছেন, তিনি পুরী বিক্রেতা ৷ পরিবারকে নিয়ে থাকেন গাজিপুরের সঞ্জয় গান্ধীপুরম এলাকায় ৷ তাঁর ছেলে আকাশ কাশ্যপ সেন্ট পিটার্স স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন । শনিবার রাত 10টা নাগাদ আকাশের বন্ধু জয় তাঁদের বাড়িতে আসেন । জয় তাঁদের এলাকাতেই থাকেন ৷ আকাশকে সঙ্গে নিয়ে পার্টিতে গিয়েছিলেন জয় ।

আরও পড়ুন:দিদির হেনস্তার প্রতিবাদ করায় অন্ধ্রপ্রদেশে নাবালককে পুড়িয়ে হত্যা

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আকাশ ও জয়ের বন্ধু অবনীশ ৷ তিনি থাকেন গোমতীনগরের জুগৌলি রেল ক্রসিংয়ের কাছে ৷ তিনিই বাড়িতে আকাশ, জয়-সহ তিন বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিলেন । সেখানে অভয় নামে এক বন্ধু ছিলেন । পার্টির মাঝখানে অভয় আকাশের কাছে এক হাজার টাকা চান ৷ ওই টাকা নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় । বন্ধুরা পার্টির ফাঁকে পরিস্থিতি শান্ত করলেও কিছুক্ষণ পর অভয় প্রতাপ সিং হঠাৎ ছুরি নিয়ে আকাশের ওপর বেশ কয়েকবার হামলা চালায় । এতেই আকাশ গুরুতর জখম হয় । পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।

আকাশের বাবা জানান, তাঁর ছেলের জন্মদিন 24 জুন ৷ তিনি তাঁর ছেলেকে একটি বাইক কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু তার আগেই... ৷ ছেলের শোকে কান্নায় ভেঙে পড়েছেন জগদীশ ৷ তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন ৷

পুলিশ জানিয়েছে, রবিবার সকাল 6টা নাগাদ ঘটনার খবর তাদের কাছে আসে ৷ তারা তদন্ত শুরু করে ৷ সেদিন অবনীশের বাড়িতে ঠিক ক’জন ছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ কারণ, অভিযোগপত্রে আকাশের বাবা অভয় প্রতাপ সিংয়ের সঙ্গে দেবেংশ নামে আরও একজনের নাম উল্লেখ করেছে ৷ আপাতত দু’জনকে খুঁজছে পুলিশ ৷ তদন্তকারীদের থেকে জানা গিয়েছে যে অভয় লখিমপুর খেরির দিকে পালিয়েছেন ৷ তাঁকে ধরার চেষ্টা করা হচ্ছে৷ পুলিশের বক্তব্য, অভয়কে ধরতে পারলেই এই ঘটনার রহস্য উদঘাটিত হবে ৷

আরও পড়ুন:দিল্লিতে ভাইকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু দুই দিদির

ABOUT THE AUTHOR

...view details