নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: নির্বাচনী বন্ডকে 'বৈধ ঘুষ' বলে উল্লেখ করলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম ৷ 4 অক্টোবর সাধারণের জন্য নির্বাচনী বন্ড কেনার প্রক্রিয়া শুরু হবে ৷ তিনি আরও দাবি করেন, এই নির্বাচনী বন্ড বিক্রি বিজেপি জন্য সোনা উৎপাদনের সমান ৷ অক্টোবরে নির্বাচনী বন্ড বিক্রির প্রক্রিয়াটি চালু হয়ে 10 দিনের জন্য চলবে ৷
বছর শেষে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তবে এখনও নির্বাচনের দিন ঘোষণা হয়নি ৷ তার আগে কেন্দ্রীয় সরকার এই ইলেক্টোরাল বন্ড বা নির্বাচনী বন্ড বিক্রির প্রক্রিয়া চালু করছে ৷
এর তীব্র সমালোচনা করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম সামাজিক মাধ্য়ম এক্সে (টুইটারে) লেখেন, "4 অক্টোবর থেকে 28তম ইলেক্টোরাল বন্ড সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে ৷ অতীতের রেকর্ড অনুযায়ী এর মাধ্য়মে বিজেপি সোনার ফলন করবে ৷ বেনামে বিজেপির কাছে অনুদান পৌঁছবে ৷ চরম পুঁজিবাদীরা তাঁদের চেকবইটি খুলে তাঁদের ভগবান এবং প্রভুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবে ৷ নির্বাচনী বন্ড আসলে ঘুষ ৷"