পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lalit Modi on Oxygen Support: লন্ডনের হাসপাতালে অক্সিজেন সাপোর্টে ললিত মোদি, 2 সপ্তাহে দ্বিতীয়বার করোনা আক্রান্ত - লন্ডনের হাসপাতালে অক্সিজেন সাপোর্টে ললিত মোদি

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ললিত মোদি (Lalit Modi Covid Positive) ৷ সেখানে অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি ৷ ইনস্টাগ্রাম পোস্টে সেই খবর জানিয়েছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ৷

Lalit Modi on Oxygen Support ETV BHARAT
Lalit Modi on Oxygen Support

By

Published : Jan 14, 2023, 2:16 PM IST

লন্ডন, 14 জানুয়ারি: দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার কোভিড পজিটিভ হলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি (Former IPL chairman Lalit Modi Covid Positive) ৷ জানা গিয়েছে, লন্ডনের হাসপাতালে অক্সিজেন সাপোর্টে (Lalit Modi on Oxygen Support) রয়েছেন তিনি ৷ 59 বছরের ললিত মোদি সোশাল মিডিয়ায় তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে আপডেট দিয়েছেন ৷ সেখানে বলা হয়েছে, ললিত মোদিকে মেক্সিকো থেকে লন্ডনে নিয়ে আসা হয়েছে ৷ তাঁর অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কমে গিয়েছে ৷

ইনস্টাগ্রামে স্বাস্থ্য নিয়ে পোস্ট

শুক্রবার ললিত মোদি হাসপাতালের বেডে শুয়ে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার পর 2 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার করোনা সংক্রমিত হয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, স্বাস্থ্যের অবনতির কারণে গত 3 সপ্তাহ ধরে তিনি মেক্সিকোতে চিকিৎসাধীন ছিলেন ৷ এরই মধ্যে তিনি করোনা আক্রান্ত হন ৷ তারপরেই দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে লন্ডনে চলে আসেন ললিত মোদি ৷ সঙ্গে তাঁর পরিবারও ছিল বলে জানা গিয়েছে ৷

ললিত মোদি তাঁর পোস্টে জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম ৷ পাশাপাশি, তাঁর সুস্থতা কামনা করে প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, 2008-2010 সাল পর্যন্ত আইপিএল চেয়ারম্যান ছিলেন ললিত মোদি ৷ পরবর্তী সময়ে বেআইনি লেনদেন ও জালিয়াতির অভিযোগে তাঁকে ক্রিকেট প্রশাসন থেকে নির্বাসিত করা হয় ৷ এর পরেই দেশ ছেড়ে বিদেশে পারি ললিত মোদি ৷ সেই থেকে তিনি লন্ডনে রয়েছেন ৷

আরও পড়ুন:বদলাল বায়ো আর প্রোফাইল ছবি, ললিত-সুস্মিতার ব্রেকআপ নিয়ে শুরু গুঞ্জন

গতবছরের মাঝামাঝি সময়ে ফের খবরের শিরোনামে আসেন ললিত মোদি ৷ বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে তাঁর ছবি প্রকাশ হয় ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ জানা যায়, দু’জনে সম্পর্কে রয়েছেন ৷ এনিয়ে সুস্মিতা সেন কোনও মন্তব্য করেননি ৷ পরবর্তী সময়ে জানা যায়, দু’জনের সেই সম্পর্কও ভেঙে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details