পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New Lieutenant Governor of Ladakh: লাদাখের নয়া লেফটেন্য়ান্ট গভর্নর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্রা, রবিতে নিলেন শপথ - লাদাখ

লাদাখের নতুন লেফটেন্য়ান্ট গভর্নর (Lieutenant Governor of Ladakh Union Territory) হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্রা (Former Army Brigadier B D Mishra takes Oath) ৷ রবিবার শপথ নিলেন তিনি ৷

Former Army Brigadier B D Mishra takes Oath as New Lieutenant Governor of Ladakh
শপথগ্রহণ

By

Published : Feb 19, 2023, 2:17 PM IST

শ্রীনগর, 19 ফেব্রুয়ারি: কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্য়ান্ট গভর্নর হিসাবে (Lieutenant Governor of Ladakh Union Territory) শপথ নিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্রা (Former Army Brigadier B D Mishra takes Oath) ৷ রবিবার এই শপথগ্রহণ অনুষ্ঠান (Lieutenant Governor Oath Taking Ceremony) করা হয় ৷

এদিন নয়া লেফটেন্য়ান্ট গভর্নরকে শপথবাক্য পাঠ করান জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি এন কোটেশ্বর সিং ৷ প্রসঙ্গত, এর আগেও সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেছেন ব্রিগেডিয়ার মিশ্রা ৷ একটা সময় তিনি ছিলেন উত্তর-পূর্ব ভারতের পার্বত্য রাজ্য অরুণাচলপ্রদেশের রাজ্যপাল ৷ এদিকে, সম্প্রতি লাদাখের তৎকালীন লেফটেন্য়ান্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুরকে তাঁর পদ থেকে অপসারিত করে দেয় কেন্দ্রীয় সরকার ৷ এরপরই তাঁর জায়গায় ব্রিগেডিয়ার মিশ্রাকে নিয়োগ করা হয় ৷

আরও পড়ুন:'আমার পাশে দাঁড়ান, লাদাখ বাঁচান !' বলছেন 'ফুংসুখ ওয়াংড়ু'

2019 সালের অক্টোবর মাসে লাদাখের লেফটেন্য়ান্ট গভর্নর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন রাধাকৃষ্ণ ৷ পাঁচ বছর তাঁর ওই পদে থাকার কথা ছিল ৷ কিন্তু, সেই মেয়াদ পূরণ হওয়ার আগেই গত সপ্তাহে অপসারিত করে দেওয়া হয় রাধাকৃষ্ণ মাথুরকে ৷ এরপর রাষ্ট্রপতির সচিবালয়ের তরফ থেকে এই প্রসঙ্গে একটি নির্দেশিকা কার্যকর করা হয় ৷ তাতে জানানো হয়, রাধাকৃষ্ণ মাথুরের জায়গায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্রাকে নিয়োগ করা হচ্ছে ৷ রাষ্ট্রপতি ভবন সূত্রে আরও জানানো হয়েছে, অপসারণের পর প্রথা মেনেই দেশের সাংবিধানিক প্রধানের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাধাকৃষ্ণ মাথুর ৷ সেই ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

প্রসঙ্গত, গত তিনবছর ধরেই লাদাখের মানুষ রাজ্যের স্বীকৃতির দাবিতে আন্দোলন করে চলেছেন ৷ তাঁদের বক্তব্য, ভারতের অংশ হওয়া সত্ত্বেও দেশের অন্যান্য রাজ্যের মতো সুযোগ-সুবিধা পান না তাঁরা ৷ তাই লাদাখকেও রাজ্যের মর্যাদা দেওয়া হোক এবং রাজ্য বিধানসভা গঠন করা হোক ৷ অথবা, ভারতীয় সংবিধান মেনে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে ষষ্ঠ তফসিলের আওতায় আনা হোক ৷ কিন্তু, কেন্দ্র এইসব দাবি-দাওয়ায় কান দিচ্ছে না বলে অভিযোগ লাদাখবাসীর ৷ উল্লেখ্য, লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন রাধাকৃষ্ণ মাথুর ৷ লাদাখের নয়া লেফটেন্য়ান্ট গভর্নরের সেনা আধিকারিক হিসাবেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ৷ ভারত-চিন যুদ্ধ, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধে লড়াই করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details