নয়াদিল্লি, 26 ডিসেম্বর: রাজধানী দিল্লিতে ঘুন কুয়াশা এবং দূষণের জেরে দৃশ্যমানতা 50 মিটারে নামল ৷ যার ব্যাপক প্রভাব পড়েছে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবায় ৷ বিমান পরিবহণে এই দৃশ্যমানতাকে শূন্য বলে ধরা হচ্ছে ৷ দিল্লিতে অবতরণকারী ও সেখান থেকে রওনা দেওয়া সব বিমান দেরিতে চলছে ৷ আজ সকাল সাড়ে 8টা থেকে 10টা পর্যন্ত মোট 5টি বিমানকে জয়পুরে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে সারাদিন আরও অনেক বিমানকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে ৷ এদিকে, দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ টানা দ্বিতীয়দিন যাত্রীদের জন্য বিশেষ পরামর্শ জারি করেছে ৷
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘দিল্লি বিমানবন্দরে বিমানের অবতরণ ও টেক-অফ জারি থাকলেও, যে বিমানগুলি সিএটি-3 সম্মত নয় (কুয়াশা বিরোধী অবতরণ ব্যবস্থা) সেগুলির পরিষেবা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই কারণে সকল যাত্রীদের, তাঁদের বিমানসংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে, পরিবর্তিত সময়সূচি জানার জন্য ৷ যাত্রীদের যে কোনও ধরনের সমস্যার জন্য আমরা গভীরভাবে দুঃখিত ৷’’ তবে, বিমানবন্দর কর্তৃপক্ষ সকাল থেকেই সিএটি-3 বা কুয়াশা বিরোধী অবতরণ ব্যবস্থার মাধ্যমে বিমান পরিবহণ চালু রেখেছে ৷