পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির দৃশ্যমানতা 'জিরো', ঘন কুয়াশায় ব্যাহত রাজধানীর ট্রেন ও বিমান পরিষেবা - বিমান পরিষেবা

Flight Operations Severely effected in Delhi: ঘন কুয়াশার কারণে দিল্লিতে বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে ৷ এখনও পর্যন্ত দিল্লিতে অবতরণকারী একাধিক বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ জাতীয় রাজধানীতে দৃশ্যমানতা 50 মিটার বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 12:38 PM IST

Updated : Dec 26, 2023, 1:27 PM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: রাজধানী দিল্লিতে ঘুন কুয়াশা এবং দূষণের জেরে দৃশ্যমানতা 50 মিটারে নামল ৷ যার ব্যাপক প্রভাব পড়েছে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবায় ৷ বিমান পরিবহণে এই দৃশ্যমানতাকে শূন্য বলে ধরা হচ্ছে ৷ দিল্লিতে অবতরণকারী ও সেখান থেকে রওনা দেওয়া সব বিমান দেরিতে চলছে ৷ আজ সকাল সাড়ে 8টা থেকে 10টা পর্যন্ত মোট 5টি বিমানকে জয়পুরে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে সারাদিন আরও অনেক বিমানকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে ৷ এদিকে, দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ টানা দ্বিতীয়দিন যাত্রীদের জন্য বিশেষ পরামর্শ জারি করেছে ৷

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘দিল্লি বিমানবন্দরে বিমানের অবতরণ ও টেক-অফ জারি থাকলেও, যে বিমানগুলি সিএটি-3 সম্মত নয় (কুয়াশা বিরোধী অবতরণ ব্যবস্থা) সেগুলির পরিষেবা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই কারণে সকল যাত্রীদের, তাঁদের বিমানসংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে, পরিবর্তিত সময়সূচি জানার জন্য ৷ যাত্রীদের যে কোনও ধরনের সমস্যার জন্য আমরা গভীরভাবে দুঃখিত ৷’’ তবে, বিমানবন্দর কর্তৃপক্ষ সকাল থেকেই সিএটি-3 বা কুয়াশা বিরোধী অবতরণ ব্যবস্থার মাধ্যমে বিমান পরিবহণ চালু রেখেছে ৷

উল্লেখ্য, উত্তর ভারতে ঠান্ডার দাপট ক্রমশ বাড়ছে ৷ মঙ্গলবার সকাল থেকেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, গাজিয়াবাদ, মেরঠ জেলায় ঘন কুয়াশার দাপট রয়েছে ৷ সঙ্গে কনকনে উত্তুরে হাওয়া বইছে ৷ অন্যদিকে, পঞ্জাবের একাধিক জেলায় শৈত্যপ্রবাহ তার চরমসীমায় পৌঁছেছে ৷ সঙ্গে কুয়াশার দাপটও রয়েছে ৷ ভারতীয় মৌসম ভবন এ দিন সকালে কিছু বেশ কিছু স্যাটেলাইটের ছবি প্রকাশ করেছে ৷ যেখানে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের আকাশ ঘন কুয়াশায় ঢেকে রয়েছে ৷ দিল্লি-এনসিআরে ঘন কুয়াশার কারণে, যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে ৷ সঙ্গে দূষণের ধুলিকণা বাড়তি সমস্যা তৈরি করেছে ৷

এ দিন জাতীয় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে 7 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ তীব্র ঠান্ডা ও দূষণের কারণে রাজধানী ও তার সংলগ্ন এলাকার নাগরিকদের স্বাস্থ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মৌসম ভবন ৷ বিশেষত, হৃদপিণ্ড ও ফুসফুসের সমস্যা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে, সরকারের তরফে ৷

আরও পড়ুন:

  1. দূষণ কমাতে দিল্লির পথে জল ছড়াচ্ছে পৌরসভার গাড়ি
  2. নাড়া পোড়ানোয় দরিদ্র কৃষকদের কেবল দায়ী করা যায় না, দিল্লির দূষণ নিয়ে এনএইচআরসি
Last Updated : Dec 26, 2023, 1:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details