নয়াদিল্লি, 11 ডিসেম্বর:ধারা 370 প্রত্যাহারের সিদ্ধান্ত সংবিধান মেনেই হয়েছে বলে রায় দিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ৷ এই রায় ঘোষণা করতে গিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় উল্লেখ করেন, ‘‘সুপ্রিম কোর্ট মনে করে যে জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ৷ ভারতের সংবিধানের 1 এবং 370 অনুচ্ছেদ থেকে সেটি স্পষ্ট ৷’’ পাশাপাশি ধারা 370 সাময়িক ব্যবস্থা ছিল বলেও উল্লেখ করেছে সাংবিধানিক বেঞ্চ ৷ সেই সঙ্গে দ্রুত জম্মু ও কাশ্মীরকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া এবং 2024 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে উপত্যকায় নির্বাচনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷
এ দিন 370 প্রত্যাহার সংক্রান্ত মামলার রায়ে প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘‘রাজ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ধারা 370 একটি অন্তর্বর্তী ব্যবস্থা ছিল ৷’’ পাঁচ বিচারপতির বেঞ্চ তাঁদের রায়ে উল্লেখ করেছে, ‘‘ধারা 370 এর অস্তিত্ব বিলোপ করার জন্য রাষ্ট্রপতির বিজ্ঞপ্তি জারি করার ক্ষমতা রয়েছে ৷ আর সেই সিদ্ধান্তের উপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না ৷’’
রায়ে এও বলা হয়েছে, 370 অনুচ্ছেদটি ভারতীয় ইউনিয়নের সঙ্গে জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক সংযুক্তির জন্য ছিল ৷ এই অনুচ্ছেদ কখনই জম্মু ও কাশ্মীরকে ভারতের থেকে আলাদা করার জন্য তৈরি হয়নি ৷ তাই রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমতা রয়েছে, যে তিনি 370 অনুচ্ছেদের অস্তিত্বকে বিলোপ ঘোষণা করতে পারেন ৷ আর এর স্বপক্ষে ভারতীয় সংবিধানের 370(3) অনুচ্ছেদের কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট ৷ সেখানে বলা হয়েছে, ‘‘370(3) ধারার অধীনে ক্ষমতা প্রয়োগের দ্বারা রাষ্ট্রপতির 2019 সালের অগস্টে জারি করা আদেশে কোনও সমস্যা নেই ৷ তাই আমরা রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগকে বৈধ বলে ধরে মনে করি ৷’’