পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

370 ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়, জম্মু ও কাশ্মীরের মামলায় জানাল শীর্ষ আদালত - 370 এবং 35A ধারা বাতিল সংক্রান্ত মামলার রায়

Verdict Over Abrogation of Article 370 and 35A: 370 ও 35এ সাময়িক ছিল ৷ জম্মু ও কাশ্মীরের 'বিশেষ মর্যাদা' প্রত্যাহারের বিরুদ্ধে হওয়া মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রমি কোর্টের ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 11:47 AM IST

Updated : Dec 11, 2023, 12:29 PM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর:ধারা 370 প্রত্যাহারের সিদ্ধান্ত সংবিধান মেনেই হয়েছে বলে রায় দিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ৷ এই রায় ঘোষণা করতে গিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় উল্লেখ করেন, ‘‘সুপ্রিম কোর্ট মনে করে যে জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ৷ ভারতের সংবিধানের 1 এবং 370 অনুচ্ছেদ থেকে সেটি স্পষ্ট ৷’’ পাশাপাশি ধারা 370 সাময়িক ব্যবস্থা ছিল বলেও উল্লেখ করেছে সাংবিধানিক বেঞ্চ ৷ সেই সঙ্গে দ্রুত জম্মু ও কাশ্মীরকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া এবং 2024 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে উপত্যকায় নির্বাচনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

এ দিন 370 প্রত্যাহার সংক্রান্ত মামলার রায়ে প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘‘রাজ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ধারা 370 একটি অন্তর্বর্তী ব্যবস্থা ছিল ৷’’ পাঁচ বিচারপতির বেঞ্চ তাঁদের রায়ে উল্লেখ করেছে, ‘‘ধারা 370 এর অস্তিত্ব বিলোপ করার জন্য রাষ্ট্রপতির বিজ্ঞপ্তি জারি করার ক্ষমতা রয়েছে ৷ আর সেই সিদ্ধান্তের উপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না ৷’’

রায়ে এও বলা হয়েছে, 370 অনুচ্ছেদটি ভারতীয় ইউনিয়নের সঙ্গে জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক সংযুক্তির জন্য ছিল ৷ এই অনুচ্ছেদ কখনই জম্মু ও কাশ্মীরকে ভারতের থেকে আলাদা করার জন্য তৈরি হয়নি ৷ তাই রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমতা রয়েছে, যে তিনি 370 অনুচ্ছেদের অস্তিত্বকে বিলোপ ঘোষণা করতে পারেন ৷ আর এর স্বপক্ষে ভারতীয় সংবিধানের 370(3) অনুচ্ছেদের কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট ৷ সেখানে বলা হয়েছে, ‘‘370(3) ধারার অধীনে ক্ষমতা প্রয়োগের দ্বারা রাষ্ট্রপতির 2019 সালের অগস্টে জারি করা আদেশে কোনও সমস্যা নেই ৷ তাই আমরা রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগকে বৈধ বলে ধরে মনে করি ৷’’

370 বিলোপকে সাংবিধানিক ঘোষণার পাশাপাশি, দ্রুত জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া বিষয়টি বলবৎ করতেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালাত ৷ সাংবিধানিক বেঞ্চের নির্দেশ, ‘‘যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে ঘোষণা করতে হবে ৷’’ আর সেই প্রসঙ্গে ভারতের নির্বাচন কমিশনের উদ্দেশ্যেও একটি নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট ৷ সেখানে বলা হয়েছে, ‘‘আমরা নির্দেশ দিচ্ছি যে, ভারতের নির্বাচন কমিশনকে 30 সেপ্টেম্বর 2024 সালের মধ্যে জম্মু ও কাশ্মীরের বিধানসভার নির্বাচন পরিচালনার জন্য পদক্ষেপ নিতে হবে ৷’’

উল্লেখ্য, 2019 সালের 5 অগস্ট সংসদে আইন পাশ করিয়ে উপত্যকার 'বিশেষ মর্যাদা' সংক্রান্ত ধারা 370 ও 35এ বাতিল করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকার ৷ সেই সময় থেকে ধাপে ধাপে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেই সব মামলাকে একত্রিত করে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে 16 দিনের শুনানি হয় ৷ গত 5 সেপ্টেম্বর শুনানি শেষে মামলার রায় স্থগিত রাখা হয় ৷ তার পর আজ সেই বহু প্রতিক্ষীত মামলার রায় ঘোষণা করল শীর্ষ আদালত ৷

আরও পড়ুন:

  1. জম্মু ও কাশ্মীর সংক্রান্ত 2টি সংশোধনী বিল পেশ শাহর, 370 ধারা খারিজ নিয়ে রায় দেবে শীর্ষ আদালত
  2. জম্মু ও কাশ্মীরে যেকোনও সময় ভোটের জন্য প্রস্তুত সরকার, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
  3. ফের গৃহবন্দি হতে পারেন ওমর-মেহবুবা ! 370 ধারা নিয়ে সুপ্রিম রায় ঘোষণার আগে আশঙ্কা উপত্যকায়
Last Updated : Dec 11, 2023, 12:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details