রাঁচি, 17 অগস্ট: কুয়োয় পড়ে গিয়ে চাপা পড়ল আটজন ৷ এর মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় পাঁচজনের ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচি থেকে 70 কিমি দূরে অবস্থিত সিলি থানা এলাকার পিসকা গ্রামে ৷
এই বিষয়ে সিলি থানার ইনচার্জ আকাশদীপ জানান, কুয়োতে প্রথমে 8 জন পড়ে গিয়েছিলেন ৷ সেখান থেকে গ্রামবাসীরা একজনকে উদ্ধার করে এরপর রাঁচি থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে আরও দু'জনকে উদ্ধার করে ৷ তবে বাকি পাঁচজনকে উদ্ধার করা যায়নি ৷ কুয়োর ভিতরেই মৃত্যু হয় তাঁদের ৷
জানা গিয়েছে, গ্রামের মধ্যে অবস্থিত একটি কুয়োয় ষাঁড় পড়ে গিয়েছিল ৷ দেখতে পেয়ে সেটিকে উদ্ধার করতে কুয়োয় নামেন চারজন গ্রামবাসী ৷ বাকি চারজন বাইরে থেকে কিছু জিনিস দিয়ে ষাঁড়টিকে তুলে আনার চেষ্টা করছিলেন ৷ সেই সময় কুয়োর মাটি ধসে যায় ৷ তখন তাতেই চাপা পড়ে যান সকলে ৷ এখনও পর্যন্ত স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোমর পর্যন্ত মাটিতে চাপা পড়ে থাকা এক ব্যক্তিকে নিরাপদে বের করা হয়েছে ৷ তবে এরই মধ্যে অন্ধকার নেমে যাওয়ার জন্য উদ্ধারকাজ চালাতে সমস্যা হচ্ছে ৷