শিমলা, 5 নভেম্বর: প্রয়াত হলেন দেশের প্রথম ভোটার শ্যাম শরণ নেগি ৷ ভারত স্বাধীন হওয়ার পর প্রথম সাধারণ নির্বাচনে তিনি ভোট দিয়েছিলেন ৷ আর সম্প্রতি হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনেও তিনি তাঁর ভোট প্রদান করেছিলেন ৷ 1917 সালের 1 জুলাই ব্রিটিশ শাসনাধীন ভারতে হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করেন ৷ 5 নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম ভোটদাতা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 105 বছর ।
শ্যাম সরন পেশায় শিক্ষক ছিলেন ৷ কিন্নোরের (Kinnaur) থাকতেন ৷ হিমাচলের মাস্টারমশাই কিন্তু ভোট দেওয়ার বিষয়ে প্রথম থেকে খুব তৎপর ৷ স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয় 1952 সালে ৷ কিন্তু তুষারপাতের কথা ভেবে হিমাচল প্রদেশের প্রত্যন্ত এলাকায় 1951 সালের অক্টোবরে আগেভাগে ভোট করা হয় ৷ সে সময় 25 অক্টোবর নেগিই প্রথম, যিনি স্বাধীন ভারতে ভোট দিয়েছিলেন ৷
এ মাসে 12 নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে (Himachal Pradesh Election 2022) ৷ এদিকে মাস্টারমশায়ের শরীর খুব একটা ভালো নয় ৷ বয়সজনিত সমস্যায় তিনি কাবু ৷ তবে, ভোট তো দিতে হবে ৷ তাই 12ডি ফর্ম ফিলাপ করেন (12 Form) শ্যাম শরণ নেগি ৷ 2 নভেম্বর তাঁর বাড়িতে পোস্টাল ব্যালটে শেষবার ভোট দেন তিনি ৷ 1951 সালের পর এই প্রথম তিনি ভোটগ্রহণ কেন্দ্রে যেতে পারলেন না ৷ তাঁকে স্বাগত জানাতে বাড়িতে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছিল এদিন ৷ উপস্থিত ছিলেন নির্বাচনী উচ্চআধিকারিকেরা ৷