পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fire in Mumbai: মুম্বইয়ের ফ্যাশন স্ট্রিটে আগুন, ভস্মীভূত একাধিক দোকান - মুম্বইয়ে অগ্নিকাণ্ড

মুম্বইয়ের ফ্যাশন স্ট্রিটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল 10 থেকে 12টি দোকান (fire in Mumbai Fashion Street) ৷ তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

ETV Bharat
Fire in Mumbai

By

Published : Nov 5, 2022, 4:00 PM IST

Updated : Nov 5, 2022, 10:18 PM IST

মুম্বই, 5 নভেম্বর: শনিবার দুপুরে মুম্বইয়ের ফ্যাশন স্ট্রিটে এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল 10 থেকে 12টি দোকান ৷ এদিন দুপুর 1টা নাগাদ এই আগুন লাগে ৷ খবর পাওয়ার 12 মিনিটের মধ্যেই এলাকায় পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন ৷ ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ তবে এই অগ্নিকাণ্ডে কোনও হতাহত হওয়ার খবর মেলেনি (fire in Mumbai Fashion Street) ৷

মুম্বইয়ের আজাদ ময়দানের কাছেই অবস্থিত এই ফ্যাশন স্ট্রিট ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকারই কয়েকটি দোকানে হঠাৎ আগুন লেগে যায় ৷ এলাকায় একাধিক কাপড়ের দোকান থাকায় আগুন আরও বড় আকার নেওয়ার আশঙ্কাও তৈরি হয় ৷ তবে দমকলের চেষ্টায় আগুন বিধ্বংসী আকার ধারণ করতে পারেনি ৷ এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান (fire accident in mumbai fashion street) ৷

আরও পড়ুন: মথুরার হোটেলে আগুন, প্রাণ গেল 2 কর্মচারী

অন্যদিকে, শনিবার সকালেই মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনে মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যানে আগুন লাগে ৷ যদিও এই ঘটনাতেও হতাহতের কোনও খবর নেই (Fire in Mumbai)৷

Last Updated : Nov 5, 2022, 10:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details