পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pune Hotel Fire Incident: পুণের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, দমকলবাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে - পুনেতে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন

মহারাষ্ট্রের পুণের একটি বহুতলে ভয়াবহ আগুন ৷ ওই বহুতলের সবচেয়ে উপরের তলে একটি রেস্তোরাঁ আছে ৷ সকালে সেখান থেকে গল গল ধরে ধোঁয়া বেরতে থাকে (fire breaks out in a restaurant) ৷

Pune Hotel Fire
ETV Bharat

By

Published : Nov 1, 2022, 1:05 PM IST

পুণে, 1 নভেম্বর: ভয়াবহ আগুন লেগেছে মার্ভেল ভিস্তা বিল্ডিংয়ে ৷ পুণের লুল্লানগর চৌকের কোন্ধওয়ায় অবস্থিত এই বহুতলে আজ সকাল আনুমানিক 8টা নাগাদ আগুন লাগে ৷ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনীর 3টি আগুন নেভানোর টেন্ডার এবং জলের ট্যাঙ্কার ৷ সূত্রে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ এখন কুলিং প্রসেস চলছে ৷ ঠিক কী কারণে এই আগুন লাগল, তা সঠিক জানা যায়নি (Fire breaks out in Marvel Vista Building Top Floor) ৷

মার্ভেল ভিস্তা বিল্ডিংয়ের সবচেয়ে উপরের তলায় একটি রেস্তোরাঁ আছে ৷ সকালে হঠাৎ সেখানে আগুন দেখতে পাওয়া যায় ৷ খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ৷ গলগল করে কালো ধোঁয়া বেরতে থাকে রেস্তোরাঁর জানলা দিয়ে ৷ দমকলবাহিনীর দ্রুত তৎপরতায় আগুন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে ৷ এখনও পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: চলন্ত বাসের চাকা থেকে ধোঁয়া, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা সরকারি বাসের

ABOUT THE AUTHOR

...view details