নয়া দিল্লি, 13 জুন : ভ্যাকসিন, মাস্ক, স্যানিটাইজ়ার, অক্সিজেন, পিপিই কিট ইত্যাদি কোভিড সামগ্রীর উপর কেন্দ্রের জিএসটি বসানো 'জনবিরোধী' ৷ রাজ্যগুলির থেকে জোর করে এই কর আদায় করছে কেন্দ্রীয় সরকার বলে টুইট করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra) ৷ তাঁর অভিযোগ, জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠকে তাঁর মতো অনেককেই উপেক্ষা করা হয়েছে এবং তাঁর ভার্চুয়াল লিঙ্কটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল । অমিত মিত্রের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ৷
শনিবার কোভিড সংক্রান্ত জিএসটি কাউন্সিলের একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকেই তাঁকে উপেক্ষা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন অমিত ৷ তাঁর অভিযোগ, কিছু ওষুধ এবং হাসপাতালের সরঞ্জামগুলিতে জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কিন্তু কোভিড ভ্যাকসিনগুলিতে 5 শতাংশ কর বসানো হয়েছে ৷ একইভাবে, কোভিড টেস্টিং কিট, আরটি-পিসিআর মেশিনের দাম অপরিবর্তিত রয়েছে ৷ মাস্ক, পিপিই কিট এবং হ্যান্ড স্যানিটাইজ়ারেও কর বসানো হচ্ছে ৷ এই পদক্ষেপ সম্পূর্ণ জনবিরোধী ৷
শনিবার সন্ধ্যায় কেন্দ্রকে তোপ দেগে একটি টুইট করেন অমিত ৷ টুইটে তিনি লেখেন, 'ভারত সরকার ভ্যাকসিন, ম্যাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ার, অক্সিজেন, পিপিই, অক্সিমিটার, কোভিড টেস্ট কিট, রেমডিসিভির, আরটি-পিসিআর মেশিনে জিএসটি বসিয়ে জনবিরোধী পদক্ষেপ করেছে ৷ যেহেতু আমার কথাই শোনা হল না, আমি চিঠি দিয়ে আমার মতামত রেকর্ড করেছি । এটা নজিরবিহীন । এটা সমবায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধীর মৃত্যু ।'