পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Mitra : জিএসটির বৈঠকে উপেক্ষিত হওয়ার অভিযোগ অমিত মিত্রের, অভিযোগ ওড়ালেন অনুরাগ ঠাকুর - জিএসটি কাউন্সিল বৈঠক

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের (Amit Mitra) দাবি, কেন্দ্র জোর করে কোভিড সামগ্রী যেমন, মাস্ক, পিপিই কিট এবং স্যানিটাইজারে জিএসটি বসিয়েছে ৷ রাজ্যগুলির থেকে জোর করে কর আদায় করা হয়েছে । তাঁর অভিযোগ, এই বিষয়ে তিনি গতকাল জিএসটি কাউন্সিল বৈঠকে বলতে চাইলে তাঁকে বলতে দেওয়া হয়নি । যদিও অনুরাগ ঠাকুরের পাল্টা দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী কাউকে উপেক্ষা করেননি । বলার সুযোগ দেওয়া হয়েছিল । কিন্তু, তিনি কিছুই বলেননি ।

কোভিড সামগ্রীর উপর জোর করে জিএসটি বসিয়েছে কেন্দ্র : অমিত মিত্র
কোভিড সামগ্রীর উপর জোর করে জিএসটি বসিয়েছে কেন্দ্র : অমিত মিত্র

By

Published : Jun 13, 2021, 8:48 AM IST

Updated : Jun 13, 2021, 9:57 AM IST

নয়া দিল্লি, 13 জুন : ভ্যাকসিন, মাস্ক, স্যানিটাইজ়ার, অক্সিজেন, পিপিই কিট ইত্যাদি কোভিড সামগ্রীর উপর কেন্দ্রের জিএসটি বসানো 'জনবিরোধী' ৷ রাজ্যগুলির থেকে জোর করে এই কর আদায় করছে কেন্দ্রীয় সরকার বলে টুইট করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra) ৷ তাঁর অভিযোগ, জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠকে তাঁর মতো অনেককেই উপেক্ষা করা হয়েছে এবং তাঁর ভার্চুয়াল লিঙ্কটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল । অমিত মিত্রের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ৷

শনিবার কোভিড সংক্রান্ত জিএসটি কাউন্সিলের একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকেই তাঁকে উপেক্ষা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন অমিত ৷ তাঁর অভিযোগ, কিছু ওষুধ এবং হাসপাতালের সরঞ্জামগুলিতে জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কিন্তু কোভিড ভ্যাকসিনগুলিতে 5 শতাংশ কর বসানো হয়েছে ৷ একইভাবে, কোভিড টেস্টিং কিট, আরটি-পিসিআর মেশিনের দাম অপরিবর্তিত রয়েছে ৷ মাস্ক, পিপিই কিট এবং হ্যান্ড স্যানিটাইজ়ারেও কর বসানো হচ্ছে ৷ এই পদক্ষেপ সম্পূর্ণ জনবিরোধী ৷

শনিবার সন্ধ্যায় কেন্দ্রকে তোপ দেগে একটি টুইট করেন অমিত ৷ টুইটে তিনি লেখেন, 'ভারত সরকার ভ্যাকসিন, ম্যাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ার, অক্সিজেন, পিপিই, অক্সিমিটার, কোভিড টেস্ট কিট, রেমডিসিভির, আরটি-পিসিআর মেশিনে জিএসটি বসিয়ে জনবিরোধী পদক্ষেপ করেছে ৷ যেহেতু আমার কথাই শোনা হল না, আমি চিঠি দিয়ে আমার মতামত রেকর্ড করেছি । এটা নজিরবিহীন । এটা সমবায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধীর মৃত্যু ।'

এনিয়ে ক্ষোভের কথা জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা জিএসটি কাউন্সিলের চেয়ারপার্সন নির্মলা সীতারমনকে (Nirmala Sitharaman) একটি চিঠিও লেখেন অমিত ৷ চিঠিতে তিনি লেখেন, গত 1 মে থেকে দেশে 3 লাখ 70 হাজার মানুষের কোভিডে মৃত্যু হয়েছে ৷ তিনি বৈঠকে কোভিড সংক্রান্ত সামগ্রীগুলিতে জিরো ট্যাক্স এবং 0.1 শতাংশ জিএসটি লাগু করার কথা বলেছেন ৷ বেশিরভাগ রাজ্যের অর্থমন্ত্রীরাই তাঁর সঙ্গে একমত হয়েছেন ৷ একমাত্র বিহারের অর্থমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ সুশীলকুমার মোদি (Sushil Kumar Modi) ছাড়া ৷

অমিত মিত্রের চিঠির বিরোধিতা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর পাল্টা টুইট করেন ৷ তাঁর মতে, অমিত মিত্রের এ ধরনের অভিযোগ করা অযৌক্তিক ৷ জানান, তাঁর গত দু'বছরের অভিজ্ঞতা থেকে দেখেছন ডিএসটি কাউন্সিলের বৈঠকে কখনও কেন্দ্রীয় অর্থমন্ত্রী কাউকে উপেক্ষা করেননি ৷ তাই বৈঠকে অমিতকে উপেক্ষা করার অভিযোগ উড়িয়ে অনুরাগ বলেন, 'বৈঠকে আলোচনা শেষে যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কাউন্সিলকে জিজ্ঞাসা করেছিলেন যে কেউ কথা বলতে এবং তাঁদের বক্তব্য রাখতে চান কি না, তখন ড. অমিত মিত্র বক্তব্য রাখেননি ।'

আরও পড়ুন : মমতার সাধের তৃতীয় ফ্রন্টের ঘুঁটি সাজাতেই পিকে-পাওয়ার বৈঠক ?

Last Updated : Jun 13, 2021, 9:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details