পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MHA on Hanuman Jayanti: হনুমান জয়ন্তী নিয়েও অশান্তির আশঙ্কা, নির্দেশ জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক - হনুমান জয়ন্তী

রামনবমীর পর হনুমান জয়ন্তী নিয়েও অশান্তির আশঙ্কা। তা প্রতিরোধে সর্তকতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য় অ্য়াডভাইজারি জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷

Etv Bharat
হনুমান জয়ন্তী নিয়েও অশান্তির আশঙ্কা

By

Published : Apr 5, 2023, 3:06 PM IST

Updated : Apr 5, 2023, 5:52 PM IST

নয়াদিল্লি, 5 এপ্রিল:হনুমান জয়ন্তী নিয়ে এবার অ্য়াডভাইজারি জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ রামনবমী থেকে শিক্ষা নিয়ে ঘটনার পুনরাবৃত্তি যাতে না-ঘটে, তার জন্য়ই আগেভাগে এবার সতর্ক হল কেন্দ্র ৷ হনুমান জয়ন্তী উপলক্ষ্য়ে কী কী প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট রাজ্য়ের সরকার, তা জানাতেও বলা হয়েছে ওই অ্য়াডভাইজারিতে ৷

রামনবমীকে কেন্দ্র করে ইতিমধ্য়েই একাধিক অশান্তির ঘটনা ঘটেছে বিভিন্ন রাজ্য়ে ৷ বাদ যায়নি বাংলাও ৷ রামনবমীর শোভাযাত্রা বা মিছিলকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া, হুগলির বেশ কিছু এলাকা ৷ বিহারের নালন্দা এবং সাসারামেও অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে ৷ সূত্রের খবর, সংঘাতের জেরে বেশ কিছু বাড়িতেও আগুন লাগানোর ঘটনা ঘটে ৷ এমনকি দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে এক জনের মৃত্য়ু হয়েছে বলেও জানিয়েছে বিহার পুলিশ ৷ এই ঘটনায় অবশ্য় কড়া প্রতিক্রিয়া দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ পশ্চিমবঙ্গ সরকারের কাছেও তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

এবার সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না-ঘটে তার জন্য় আগেভাগেই সতর্ক কেন্দ্র ৷ সমস্ত রাজ্যেই অ্য়াডভাইজারি পাঠানো হয়েছে বলে খবর ৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণভাবে উৎসব পালন এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে এমন যেকোনও বিষয়ের ওপর কড়া নজরদারি নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট রাজ্য় সরকারকে ৷

অন্য়দিকে, হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে রাজ্যের যে সব এলাকায় অশান্তির আশঙ্কা রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরামর্শ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ৷ প্রসঙ্গত, আগামিকাল অর্থাৎ 6 এপ্রিল হনুমান জয়ন্তী ৷ সূত্রের খবর, এবার প্রায় তিন হাজার হনুমান পুজোর আবেদন জমা পড়েছে বলে খবর ৷ বেশ কিছু সংবেদনশীল এলাকায় ফের একবার সংঘাতের ঘটনা ঘটতে পারে এই আশংকায় কড়া অবস্থান নিচ্ছে রাজ্য় পুলিশ ৷ রামনবমীর পর হনুমান জয়ন্তী নিয়েও অশান্তির আশঙ্কা। তা প্রতিরোধে সর্তকতামূলক ব্যবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন: রামনবমীর অশান্তির পর হনুমান জয়ন্তীতে তৎপরতা, একাধিক নির্দেশিকা জারি লালবাজারের

Last Updated : Apr 5, 2023, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details