উজ্জয়িনী, 30 সেপ্টেম্বর: ছেলের ফাঁসি হোক ৷ 12 বছর বয়সি নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ছেলের জন্য এভাবেই শাস্তি চাইলেন বাবা ৷ পাশাপাশি, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর স্থানীয় আইনজীবীরাও অভিযুক্তের পক্ষে মামলা লড়তে অস্বীকার করেছেন ৷ এদিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন আসন্ন ৷ আর তাই ধর্ষণের ঘটনা ঘিরেও রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে।
নাবালিকা ধর্ষণের ঘটনায় বিজেপিকে নিশানা করছে কংগ্রেস ৷ এই বর্বরোচিত ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনও মন্তব্য করেননি ৷ তাঁদের এই নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী দলটি ৷ উজ্জয়িনীতে নাবালিকা ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার গ্রেফতার হয় এক অটোচালক ৷ এই প্রসঙ্গে শুক্রবার অটোচালকের বাবা বলেন, "খুব লজ্জাজনক ঘটনা ৷ আমি ওর সঙ্গে হাসপাতালে দেখা করতে যাইনি ৷ থানা এবং আদালতেও যাইনি ৷ আমার সন্তান একটা জঘন্য অপরাধ করেছে ৷ তার ফাঁসি হওয়া উচিত ৷"
আরও পড়ুন: ধর্ষিতা-বিবস্ত্র বালিকাকে 50-100 দিয়ে দায় সারেন মানুষ, কাপড় দিয়ে হাসপাতালে নেন পুরোহিত
অভিযুক্তের পক্ষে মামলা না-লড়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় বার অ্যাসোসিয়েশন ৷ উজ্জয়িনীর বার কাউন্সিলের সভাপতি অশোক যাদব বলেন, "এই ঘটনায় মন্দির শহরের মর্যাদা নষ্ট হয়েছে ৷ আমরা আমাদের সদস্যদের কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন কেউ অভিযুক্তের হয়ে মামলা না লড়েন ৷"
উজ্জয়িনীর রাস্তায় রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় ঘুরছে এক নাবালিকা ৷ আর মানুষ তাকে দূর করে দিচ্ছে ৷ দিন কয়েক আগে এরকম একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ৷ এক পুরোহিত ওই নাবালিকাকে হাসপাতালে নিয়ে যান ৷ ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করে জানা যায়, তাকে ধর্ষণ করা হয়েছে ৷ তদন্তে নামে পুলিশ ৷
এরপর বৃহস্পতিবার গ্রেফতার হয় এক অটোচালক ৷ তদন্তের জন্য এদিন তাকে অকুস্থলে নিয়ে যায় পুলিশ ৷ সেখান থেকে পালাবার চেষ্টা করে অভিযুক্ত ৷ কিন্তু রাস্তায় পড়ে গিয়ে জখম হয় অভিযুক্ত ৷ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ এদিকে, নির্যাতিতা নাবালিকা এখন ইন্দোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ বুধবারই তার একটি গুরুতর অস্ত্রোপচার হয়েছে ৷ এক আইনজীবী তার সঙ্গে কথা বলেছেন ৷ তিনি জানতে পেরেছেন ওই নাবালিকা মধ্যপ্রদেশের সাতনা জেলার বাসিন্দা ৷ কিন্তু সে তার নাম বা ঠিকানা কিছুই ঠিকঠাক বলতে পারছে না ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাতনা জেলায় ওই নাবালিকার সমবয়সি একজনের নামে নিখোঁজ ডায়রি করা হয়েছে ৷ তবে নিখোঁজের ডায়রিতে যে নাবালিকার কথা বলা হয়েছে, আর ধর্ষিতা একই কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ ৷
কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাত অভিযোগ করেন, "নাবালিকা ধর্ষণে মধ্যপ্রদেশ দেশের মধ্যে প্রথম ৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের 18 বছরের রাজত্বে 58 হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে ৷ ঘটেথে 68 হাজার অপহরণের ঘটনাও ৷ কিন্তু দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমস্ত স্তরের বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটেছেন ৷"
আরও পড়ুন: 'রক্তাক্ত মেয়েটি অর্ধনগ্ন, শরীর ঢাকতে কাপড় দিলাম !' ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন উজ্জয়নিরী পুরোহিত