কলকাতা, 4 জুলাই: দীর্ঘ লড়াইয়ের পর আজ সব শান্ত । সোমবার সকাল 11টা 20 মিনিটের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। বাংলা সিনেমার ইতিহাসে একটি যুগের পতন ঘটল আজ ।
27 জুন থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল ৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি ৷ তবে আজ ফের সকাল থেকে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয় ৷ দেওয়া হয় ভেন্টিলেশন সাপোর্ট । ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে দাঁড়ায় 3 । যার কারণে এদিন এসএসকেএম হাসপাতালের সিসিইউ থেকে তাঁকে উডবার্ন ওয়ার্ডে স্থানান্তরিত করার কথা থাকলেও তা করা হয়নি।
দীর্ঘ দু'দশকেরও বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ৷ 91 বছর বয়সে এসে সেই সমস্যাই আরও জটিল আকার নিয়েছিল ৷ সঙ্গে যোগ হয়েছে ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা ৷ 21 জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে ভর্তি হতে হয় বর্ষীয়ান এই পরিচালককে । তাঁর জন্য নিয়োজিত মেডিক্যাল বোর্ডে ছিলেন ডাঃ সরোজ মণ্ডল, ডাঃ সোমনাথ কুণ্ডু, ডাঃ সৌমিত্র ঘোষ, ডাঃ বিমান রায়, ডাঃ অর্পিতা রায়চৌধুরী । নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরীর অধীনেই ভর্তি হয়েছিলেন তিনি।