পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'সরকারি বাংলো এখনই খালি করুন', প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়াকে নির্দেশ কেন্দ্রের - Lok Sabha

Mahua Moitra: উচ্ছেদ হতে পারেন তৃণমূলের প্রাক্তন লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁকে যত দ্রুত সম্ভব সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নির্দেশ দিল সংশ্লিষ্ট দফতর ৷ এর আগে জানুয়ারি মাসের প্রথম দিকে তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল ৷

ETV Bharat
মহুয়া মৈত্র

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 8:32 AM IST

Updated : Jan 17, 2024, 1:08 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: প্রাক্তন লোকসভা সাংসদ মহুয়া মৈত্রকে সংসদীয় বাংলোটি যত দ্রুত সম্ভব খালি করার নির্দেশ দেওয়া হল ৷ কেন্দ্রীয় আবাস এবং নগর বিষয়ক মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তৃণমূলের এই প্রাক্তন সাংসদকে এই নির্দেশ দিয়েছে দ্য ডিরেক্টোরেট অফ এস্টেটস বা ডিওই ৷ গত বছর শীতকালীন অধিবেশন চলাকালীন অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় তাঁকে বহিষ্কার করেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ তারপর থেকেই রীতি অনুযায়ী মহুয়া মৈত্রকে সরকারি বাংলোটি খালি করার জন্য চাপ দেওয়া হয় ৷

গত বছর 8 ডিসেম্বর লোকসভা থেকে বহিষ্কার হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ এরপর 7 জানুয়ারির মধ্যে তাঁকে বাংলোটি খালি করার কথা জানানো হয়েছিল ৷ বাংলো ছেড়ে না-দেওয়ায় 8 জানুয়ারি মহুয়াকে নোটিশ পাঠায় ডিওই ৷ তাতে মহুয়ার কাছে জানতে চাওয়া হয়, কেন তিনি সরকারি বাংলোটি এখনও ছেড়ে দেননি ৷ এর পর 12 জানুয়ারিও তাঁকে বাংলো খালি করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয় ৷

এর আগে 4 জানুয়ারি, দিল্লি হাইকোর্ট মহুয়াকে নির্দেশ দেয়, সরকারি বাংলোটিতে আরও কয়েক দিন থাকতে গেলে ডিওই-র কাছে আবেদন জানাতে হবে ৷ বিচারপতি সুব্রহ্মণিয়াম প্রসাদ জানান, বিশেষ পরিস্থিতিতে 6 মাস পর্যন্ত সরকারি বাংলোয় থাকা যায় ৷ কর্তৃপক্ষ সেই অনুমতি দিতে পারে ৷ তবে এর জন্য মহুয়াকে সংশ্লিষ্ট মন্ত্রককে অর্থ দিতে হবে ৷ মহুয়া মৈত্রকে তাঁর আবেদন প্রত্যাহার করে নিতে বলে দিল্লি হাইকোর্ট ৷ আদালত জানায়, ডিওই তাদের রীতিনীতি মেনে পদক্ষেপ করবে ৷ মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়েছেন ৷ এর বদলে প্রাক্তন সাংসদ শিল্পপতিকে তাঁর সংসদের লগইন আইডি দিয়েছিলেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন:

  1. সরকারি বাংলো খালি না করায় মহুয়াকে নোটিশ, 3 দিনের মধ্যে জবাবের নির্দেশ
  2. সরকারি বাসভবন খালি করার নোটিশ খারিজ হল না, দিল্লি হাইকোর্টে ধাক্কা মহুয়া মৈত্রের
  3. 'এবার সিবিআই যাবে বাড়িতে, হেনস্তা হবে'; সাংসদ পদ খারিজ হতেই ক্ষোভ উগড়ে দিলেন মহুয়া
Last Updated : Jan 17, 2024, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details