পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maoist Encounter: গড়চিরৌলিতে আত্মসমর্পণের কথা বলেছিল পুলিশ, না শুনে গুলি চালিয়েছিল মাওবাদীরা - Maoist Encounter

পুলিশের গুলি থেকে বাঁচতে ক্রমশ জঙ্গলের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল মাওবাদীরা ৷ এখনও সেখানে একটি দেশি রকেট লঞ্চার পড়ে রয়েছে ৷ পড়ে রয়েছে খাদ্যসামগ্রী, মেখে রাখা ভাতের থালা, জামাকাপড় ৷ ওই সময় সম্ভবত খানিকটা জিরিয়ে নিচ্ছিল মাওবাদীরা ৷

Special Report: Eerie silence falls on Gadchiroli after killings of 26 Maoists
Special Report: Eerie silence falls on Gadchiroli after killings of 26 Maoists

By

Published : Nov 15, 2021, 5:01 PM IST

Updated : Nov 15, 2021, 10:06 PM IST

গড়চিরৌলি, 15 নভেম্বর: থালায় সবে ভাত মেখেছিল কেউ । কেউ হয়ত গাছের গুঁড়িতে হেলান দিয়ে জিরিয়ে নিচ্ছিল খানিকক্ষণ । সে সবের চিহ্ন পড়ে রয়েছে বটে । কিন্তু প্রাণের শেষ চিহ্নটুকুও আর নেই । শুধু পড়ে রয়েছে থালাসুদ্ধ মাখা ভাত । কালো হয়ে এসেছে গাছের গুঁড়িতে লেগে থাকা লাল রক্তের দাগ ।

রবিবার মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার ধানোরা তালুকে মাওবাদী অভিযানে নামে রাজ্য পুলিশের সি-60 ইউনিট । ছত্তীসগঢ় সীমান্তের ওই এলাকায় কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে তারা । ওই জঙ্গলে পৌঁছতে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয় ৷ তাতেই 26 জন মাওবাদীর মৃত্যু হয়, যাঁদের মধ্যে 20 জন ছিলেন পুরুষ, 6 জন ছিলেন মহিলা ৷

আরও পড়ুন:Yogi Adityanath: আলেকজান্ডারকে যুদ্ধে হারিয়েছিলেন চন্দ্রগুপ্ত ! ইতিহাস বিকৃতির অভিযোগ যোগীর বিরুদ্ধে

পুলিশের ওই অভিযানের পর রাত পার হয়ে গিয়েছে ৷ কিন্তু সোমবার গড়চিরৌলির ওই জঙ্গল এবং সংলগ্ন এলাকায় আক্ষরিক অর্থেই শ্মশানের নিস্তব্ধতার সাক্ষী থাকল ইটিভি ভারতের প্রতিনিধি দল ৷ পুলিশের গুলি থেকে বাঁচতে ক্রমশ জঙ্গলের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল মাওবাদীরা ৷ এখনও সেখানে একটি দেশি রকেট লঞ্চার পড়ে রয়েছে ৷ পড়ে রয়েছে খাদ্যসামগ্রী, মেখে রাখা ভাতের থালা, জামাকাপড় ৷ ওই সময় সম্ভবত খানিকটা জিরিয়ে নিচ্ছিলেন মাওবাদীরা ৷

পুলিশের দাবি, অভিযান চলাকালীন 90 থেকে 100 মাওবাদী পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় ৷ এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে ৷ পুলিশ বাহিনীর সকলকে খুন করে, অস্ত্রশস্ত্র লুঠ করে নেওয়াই লক্ষ্য ছিল ৷ পুলিশ আত্মসমর্পণের সুযোগ দেয় ৷ কিন্তু তাতে কর্ণপাত না করে গুলি চালাতেই থাকে মাওবাদীর দল ৷ বাধ্য হয়ে আত্মরক্ষায় গুলি চালায় পুলিশও ৷ তাতেই 26 জনের মৃত্যু হয় ৷ তাদের কাছ থেকে 29টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে ছিল একে-47, ইনসাস রাইফেল এবং এসএল ৷

আরও পড়ুন:Kangana Ranaut : মোদি-মোহাচ্ছন্নতাই কি পদ্মশ্রী পাওয়ার মাপকাঠি, প্রশ্ন তুললেন সুজন

শনিবারের অভিযানে প্রভাবশালী মাওবাদী নেতা মিলিন্দ তেলতুম্বড়েরও মৃত্যু হয়েছে ৷ মাওবাদী সংগঠনের সেন্ট্রাল জোন কমিটির সদস্য ছিলেন তিনি ৷ মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় মাওবাদী কার্যকলাপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্তি ছিলেন তিনি ৷ সরকারের তরফে তার মাথার দাম 50 হাজার টাকা ধার্য হয়েছিল ৷

উল্লেখ্য, সাম্প্রতিক কালে গড়চিরৌলিতে ঘনঘন মাওবাদী বিরোধী অভিযান চোখে পড়েছে ৷ গত 21 মে কোটমি জঙ্গলে পুলিশের গুলিতে মৃত্যু হয় 13 জন নকশালের , যাদের মধ্যে ছিল 7 মহিলাও ৷ তার আগে 28 এপ্রিল গাট্টা-জাম্বিয়া জঙ্গলে 2 জন মাওবাদী মারা যায় পুলিশের গুলিতে ৷

Last Updated : Nov 15, 2021, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details