পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 9th September: আর্থিকভাবে কঠিন সময় কাদের ? জানুন ইটিভি ভারত রাশিফলে - Etv Bharat Horoscope

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভাল দিন কাটবে কারও তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 9th September) ৷

Etv Bharat Horoscope
রাশিফল

By

Published : Sep 9, 2022, 12:01 AM IST

মেষ

মেষ: আজ সন্ধ্যায় বন্ধুবান্ধব এবং প্রেমাস্পদর সঙ্গে সময় কাটাবেন । আপনার একা মনে হবে না ৷ আপনার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন ৷ প্রিয়জনের হাসিখুশি ভাব আপনাকে আনন্দিত করবে। কর্মক্ষেত্রে উদ্ভাবনী ক্ষমতা আপনাকে কিছু অস্বাভাবিক কাজ করার মুড এনে দেবে। সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। একসঙ্গে কাজ করাটাই আপনার কাছে সবথেকে বেশি অগ্রাধিকার পাবে।

বৃষ

বৃষ: ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে চাইলেও আজ তা সম্ভব হবে না ৷ আপনার সহকর্মীদের সঙ্গে নিয়ে আজ একটি টীম গঠন করে গুরুত্বপূর্ণ কাজ করবেন ৷ কর্মব্যস্ত জীবন আপনাকে বিশ্রামের সুযেোগ দেবে না। আপনি কর্মপদ্ধতিতেও পরিবর্তন আনতে পারেন । আপনার কর্মশক্তিতে আপনি আরও বেশি নির্ভর করতে পারেন। আপনি নিজের কাজ এবং সেইসম্পর্কিত বিষয়ে চিন্তাভাবনা করবেন।

মিথুন

মিথুন: প্রকৃতির সৌন্দর্য্যের মাধ্যমে আপনার প্রিয়তমের সান্নিধ্য উপভোগ করার সম্ভাবনা আছে । বন্ধুবান্ধব ও সঙ্গীদের নিয়ে আপনি আনন্দ করবেন আজ । নতুন চিন্তা-ভাবনা প্রয়োগ করার জন্য এটি হয়ত ঠিক সময় । কোনও দূর জায়গায় বেড়াতে যাওয়া বা নিজেকে গ্রুমিং করার কারণে আপনার উদ্যম বৃদ্ধি পাওয়ায়, আপনি জীবনকে খোশমেজাজে উপভোগ করতে পারবেন। পেশাগত ক্ষেত্রে বাড়তি ক্ষমতা নিয়ে কাজ করার সম্ভাবনা আছে, যার ফলে দীর্ঘদিনের অসম্পূর্ণ থাকা কাজ সহজেই শেষ হবে ৷

কর্কট

কর্কট: বিবাহিত দম্পতিরা নিজেদের অনুভূতি ভাগ করে নিলে তাঁদের প্রেমের বন্ধন দৃঢ় হতে পারে। যাঁরা প্রেমের সম্পর্কে যাবেন বলে ভাবছেন তাঁরা কোনও সম্পর্কে প্রবেশ করার আগে একটু সময় নিয়ে চিন্তা করুন। আপনি হয়ত উপলব্ধি করবেন যে আপনার কাছের মানুষরা ছাড়া আর্থিক দিক দিয়ে আপনাকে সাহায্য করার আর কেউ নেই। পেশাগত ক্ষেত্রে আপনার চাহিদামতো সবকিছু না হতেই পারে, তাই আপনাকে হয়ত আরও গুরুত্বের সঙ্গে বিষয়গুলি পর্যালোচনা করতে হবে। সঠিক সময়ে প্রোজেক্ট শেষ করার জন্য আপনাকে হয়ত বন্ধুদের সহায়তা নিয়ে কাজ করতে হবে।

সিংহ

সিংহ: প্রেমের সম্পর্ক আপনাকে সুখী করবে। আপনার প্রিয়তমের সহায়তায় সম্পর্কের বন্ধন দৃঢ় হবে । যাঁরা ব্যবসা করছেন, তাঁরা পার্টনারশিপের ভালো প্রস্তাব পেতে পারেন। ব্যবসাক্ষেত্রে নতুন কোনও জোট বা চুক্তি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারে। কর্মক্ষেত্রে উৎসাহ বা শক্তির মাত্রা কম হওয়ায় আপনি সুযোগ হারাতে পারেন। ঊর্ধ্বতনদের সাহায্য প্রত্যাশা করলেও খুব একটা কাজ হবে না বললেই চলে। কাজেই, নিজের কর্মক্ষমতা বাড়ানোর কলাকৌশল আপনার শিখে নেওয়া জরুরি ৷

কন্যা

কন্যা: আপনার সঙ্গী আপনার বুদ্ধিদীপ্ত কথাবার্তায় আগ্রহ না দেখানোয় আপনার প্রেমের সম্পর্ক একঘেয়ে ও বৈচিত্রহীন হয়ে যেতে পারে। সুখী সম্পর্কের জন্য কী কী করা যেতে পারে তার উপায় খুঁজুন। আর্থিক বিষয় খুব ভালোভাবে সামলানোর দরকার ৷ খরচের সীমা ছাড়িয়ে যেতে পারে। সঞ্চয়ের দিকে লক্ষ্য রাখুন ৷ কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসের প্রতিই গুরুত্ব দিন। পেশাদার মানুষদের রোজকার কাজকর্মের দিকে খেয়াল রাখার ব্যাপারটি কঠিন বলে মনে হতে পারে। এই ব্যাপারে আপনি কোনও সহকর্মীর সাহায্য নিতে পারেন। অন্যদের দৃষ্টিভঙ্গী থেকে কোনও বিষয় বুঝতে হলে তাঁদের সঙ্গে সহজ হওয়ার চেষ্টা করুন এবং খোলাখুলি আলোচনা করুন।

তুলা

তুলা: প্রিয়জনদের সঙ্গে আপনি চমৎকার সময় কাটাতে পারেন। মানিয়ে চলা শিখতে পারলে তবেই কেবলমাত্র আপনার প্রিয়জনদের গর্বিত করার প্রয়াস সার্থক হতে পারবে। আর্থিক দিক দিয়ে আপনার ভালো অবস্থান আছে । ভালো দাম পেলেও লগ্নি বিক্রি করা থেকে বিরত থাকুন। আপনার যেহেতু বিস্তারিত জ্ঞান অর্জনের প্রবল ইচ্ছা এবং নতুন নতুন বিষয় সম্পর্কে আগ্রহ আছে তাই পেশাগত ক্ষেত্রটি স্থিতিশীল হতে পারে। আপনি সব জায়গায় নিজের ইতিবাচক ভাবমূর্তি বিস্তার করতে পারেন বলে আপনি সবসময় হাসিখুশি থাকতে পারেন।

বৃশ্চিক

বৃশ্চিক: পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর কারণে আপনার দিনটি ভালো যাবে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভালো করার ইচ্ছা হবে । আর্থিক দিকে আপনি মিড-টার্ম বিনিয়োগ থেকে লাভ করবেন। ফলপ্রসূ কোনও প্রকল্পে টাকা বিনিয়োগের জন্য এটি ভালো সময়। নির্দ্বিধায় এগিয়ে যান ৷ টাকা কম পড়লে ঋণের আবেদন করুন। পেশাগত ক্ষেত্রে আপনি হয়ত কাজে মন ঢেলে দেবেন। আপনি যে দলটি সামলান সেখানে মতপার্থক্য মেটাতে আপনার অধস্তনরা সাহায্য করবে বলে আপনি হয়ত তাদের প্রতি উদার হয়ে উঠবেন।

ধনু

ধনু: আপনার সমঝোতামূলক প্রস্তাব আপনার প্রেম জীবনকে ঝঞ্ঝাটমুক্ত করবে। আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে চাইবেন। কাজের ক্ষেত্রে, বাকি থাকা কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে আপনি সবচেয়ে গুরুত্ব দেবেন। আজ আপনার মনে নিত্যনতুন চিন্তাভাবনার উদ্ভব ঘটবে। সেগুলোকে বাস্তবায়িত করার জন্য আপনাকে কিছু আকর্ষণীয় পন্থা অবলম্বন করতে হবে।কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার জন্য আজকের দিনটি প্রশস্ত। স্বাস্থ্য ভালো থাকবে। এক কথায়, দিনটি মনোরম উপভোগ্য হবে।

মকর

মকর: পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর ফলে আপনার জীবন থেকে চাপ উধাও হয়ে যাবে। আপনার নমনীয় স্বভাবের কারণে সফল প্রেমের সম্পর্কের দরজা খুলে যাবে। এছাড়াও সাংসারিক জীবনে আপনি হয়ত কোনও ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানাবেন। আজকের দিনে যে আর্থিক লেনদেন করবেন তাতে হয়ত বেশি অর্থ আসবে। অতীতের বিনিয়োগের অসাধারণ ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনি হয়ত সপ্তাহের জন্য মিটিং-এর পরিকল্পনা করতে ও কাজের সময়সূচি তৈরি করতে ব্যস্ত থাকবেন। আপনার যোগাযোগের দক্ষতার ওপরে কাজ করার প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে দিনের শেষে আপনি সন্তুষ্টি লাভ করবেন।

কুম্ভ

কুম্ভ: কোনও সম্পর্ক শুরু করার জন্য এটিই একদম সঠিক সময়। বন্ধুত্ব থেকে শেষ অবধি একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে পৌঁছনোর রাস্তা শুরু হতে পারে। যদিও আপনি হয়ত বিবাহের জন্য প্রস্তুত থাকবেন না, কিন্তু আপনার ভালোবাসার মানুষের সঙ্গে খুশি ও আনন্দে থাকতে চাইবেন। আজকের দিনে আর্থিক পরিকল্পনা কাজ করবে। আপনার বুদ্ধিমত্তা আপনাকে আর্থিক বিষয়ের নানা দিক নিয়ে ভাবনাচিন্তা করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আসন্ন কাজের জন্য কৌশল পরিকল্পনা করা ভালো। মিটিংয়ে বুদ্ধিদীপ্ত আলোচনা থেকে অনুকূল ফলাফল পাওয়া যেতে পারে।

মীন

মীন: আপনি হয়ত আপনার প্রণয়ীকে আপনার অনুভূতির কথা জানাতে চাইবেন না, কিন্তু সমস্যা নিয়ে আলোচনা করলে স্বস্তি পেতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনি কিছু খারাপ সময়ের মুখোমুখি হবেন। কিছু সময়ের জন্য ভাগ্যও আপনার সহায় থাকবে না। কিন্তু গ্রহনক্ষত্রের শক্তিশালী প্রভাবের কারণে আপনি এর দ্বারা অবিচলিত থাকবেন। কাজের জায়গায় কিছু বিভ্রান্তির কারণে দৈনন্দিন একঘেয়ে কাজগুলি করা দুরূহ মনে হতে পারে। অবসাদকে দূরে সরিয়ে রাখার সবথেকে ভালো উপায় বোধহয় চাপ সামলাতে শেখা। কাজেই বাস্তববাদী হয়ে উঠুন ও সঙ্গীসাথীদের সঙ্গে বিষয়বস্তু নিয়ে আলোচনা করুন।

ABOUT THE AUTHOR

...view details