পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ind vs Eng 2nd ODI: ব্যাটিং ব্যর্থতা ভারতের, লর্ডসে একদিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে হার 100 রানে - Indian Captain Rohit Sharma

এদিন টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ 49 ওভারে 246 রান তোলে 'বাটলার অ্যান্ড কোং' ৷ 10 ওভারে মাত্র 47 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছেন ভারতের রিস্ট-স্পিনার চাহাল (Ind vs Eng 2nd ODI) ৷

England defeats India
ইংল্যান্ডের কাছে হার

By

Published : Jul 15, 2022, 8:26 AM IST

Updated : Jul 15, 2022, 8:34 AM IST

লন্ডন, 15 জুলাই:ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে লর্ডসের মাটিতে ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী থাকল ভারত ৷ যার নিট ফল ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার 100 রানে হারতে হল ভারতকে (England beats India by 100 runs in second ODI) ৷

এদিন টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ 49 ওভারে 246 রান তোলে 'বাটলার অ্যান্ড কোং' ৷ 10 ওভারে মাত্র 47 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছেন ভারতের রিস্ট-স্পিনার চাহাল ৷

247 রানের লক্ষ্যমাত্রা নিয়ে জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানেই ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ 26 বলে মাত্র 9 রান করেন শিখর ধবন ৷ ব্যর্থ হন বিরাট কোহলিও ৷ 25 বল খেলে এদিনের ম্যাচে তাঁর রান সংখ্যা 16 ৷ একটা সময় মাত্র 31 রানে 4 উইকেট পড়ে যায় ভারতের ৷ সূর্যকুমার যাদব 29 বলে 27 রান ও হার্দিক পান্ডিয়া 44 বলে 29 করলেও ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি টিম ইন্ডিয়ার ৷ রবীন্দ্র জাদেজা এদিন 29 রান করেন ৷ মহম্মদ শামি করেন 23 রান ৷

আরও পড়ুন: চাহাল ঝড়েও সফল মইন-উইলি, বিরাট-রোহিতদের টার্গেট 247

এদিন মাত্র 38.5 ওভারেও শেষ হয়ে যায় ভারতের ইনিংস ৷ স্কোরবোর্ডে তখন ভারতের ঝুলিতে মাত্র 146 রান ৷ ঐতিহাসিক লর্ডসে 100 রানে ইংল্যান্ডের কাছে হারতে হয় ভারতকে ৷

Last Updated : Jul 15, 2022, 8:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details