পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maharashtra Political Crisis : বিদ্রোহ কি সফল হবে ? ম্যাজিক ফিগার পার করতে পারবেন শিন্ডে ? - বিজেপি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে যখন তোড়জোড় চলছে, তখনই গদি ক্রমশ আলগা হচ্ছে মহা বিকাশ আঘাড়ির ৷ যদিও শুধু উদ্ভব ঠাকরে, শরদ পাওয়াররা নন, রীতিমতো চাপে রয়েছেন বিদ্রোহী শিন্ডেও । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শিন্ডে শুধু বিধায়ক পদকে নয়, ঝুঁকির মধ্যে ফেলেছেন তাঁর সঙ্গে থাকা অন্যান্য বিধায়কদের রাজনৈতিক ভবিষ্যতকেও (Eknath Shinde changed the game in Maharashtra Politics) ।

Eknath Shinde's revolt to succeed
ম্যাজিক ফিগার পার করতে পারবেন শিন্ডে ?

By

Published : Jun 22, 2022, 12:46 PM IST

হায়দরাবাদ, 22 জুন : মঙ্গলবারই কয়েকজন দলীয় বিধায়ককে নিয়ে বিজেপি শাসিত গুজরাতের সুরাতে চলে গিয়েছিলেন একনাথ শিন্ডে ৷ বুধবার সেখান থেকে গুয়াহাটি গিয়েছেন মহারাষ্ট্রের 'বিক্ষুব্ধ' নেতা (Eknath Shinde denies to quit Shiv Sena) । তাঁর সঙ্গে থাকা বিধায়কের সংখ্যা উত্তরোত্তর বেড়েছে, একইসঙ্গে বদলেছে রাজনৈতিক সমীকরণও । গোটা ঘটনায় শিন্ডে একবারও বলেননি, তিনি এবং তাঁর 'বন্ধুরা' বিজেপিতে যোগ দিচ্ছেন । বরং প্রয়াত বালাসাহেব ঠাকরের থেকে হিন্দুত্ববাদী রাজনীতির আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা শোনা গিয়েছে তাঁর মুখে । মহারাষ্ট্রের বিক্ষুব্ধ নেতা যেন হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, তিনি পদ্ম-শিবিবের সঙ্গে সমঝোতার পথই প্রশস্ত করছেন (Eknath Shinde changed the game in Maharashtra Politics) ।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শিন্ডের হাতে এখন যা সমর্থন রয়েছে, তাতে আরব সাগরের তীরে 'তখত' বদল কার্যত সময়ের অপেক্ষা । যদিও আরেক পক্ষের দাবি, অঙ্ক এখনও জটিল । ফলে মহারাষ্ট্রে এখন উভয় সংকট । শুধু উদ্ভব ঠাকরে, শরদ পাওয়াররা নন, রীতিমতো চাপে রয়েছেন 'বিদ্রোহী' শিন্ডেও । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শিন্ডে শুধু তাঁর বিধায়ক পদকে নয়, ঝুঁকির মধ্যে ফেলেছেন তাঁর সঙ্গে থাকা অন্যান্য বিধায়কদের রাজনৈতিক ভবিষ্যতকেও । ইতিমধ্যেই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতও দাবি করেছেন, বিধায়করা তাঁদের সঙ্গেই রয়েছেন । তাঁরা মুম্বই ফিরছেন । ফলে শিন্ডে শেষ পর্যন্ত এই বিধায়কদের সমর্থন পেতে ব্যর্থ হলে তাঁর রাজনৈতিক কেরিয়ারও প্রশ্নের মুখে পড়তে পারে ।

এই সম্ভাবনা আরও খানিক উস্কে দিয়েছে দলত্যাগ বিরোধী আইন । এই আইনের অধীনে, বিধায়করা বিভিন্ন পরিস্থিতিতে দল পরিবর্তন করতে পারেন । কিন্তু একজন স্বাধীন ভাবে নির্বাচিত সদস্য দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তিনি সেই সদস্য পদের অযোগ্য বলে বিবেচিত হবেন । কক্ষের প্রিসাইডিং অফিসার, এই ধরনের পরিস্থিতিতে, সেই সদস্যের সদস্যপদ বাতিল করার ক্ষমতার অধিকারী । তবে নির্বাচিত সদস্যদের মধ্যে 2/3 জন দল পরিবর্তন করলে তাঁদের সদস্যপদ বাতিল হয় না ।

উল্লেখ্য, 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বর্তমানে 287 জন বিধায়ক আছেন ৷ সেই হিসেবে ম্যাজিক ফিগার দাঁড়ায় 144 ৷ মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ক্ষমতাসীন মহা বিকাশ আঘাড়ির প্রধান শরিক শিবসেনা । এক বিধায়কের মৃত্যুর আগে পর্যন্ত তাদের মোট 55 জন বিধায়ক ছিল । ফলে শিন্ডের 54 জন বিধায়কের 2/3 অংশের সমর্থন প্রয়োজন, যেই সংখ্যাটা 37 ।

আরও পড়ুন : গুজরাত থেকে অসম, বিজেপি-শাসিত রাজ্যে ঘুরে শিবসেনা না-ছাড়ার কথাই শিন্ডের মুখে

প্রথমে শোনা গিয়েছিল শিন্ডের সঙ্গে থাকা বিধায়কের সংখ্যাটা 10 । খানিক পরে শোনা যায় শিন্ডের সঙ্গে রয়েছেন মহা বিকাশ আঘাড়ি 25 জন বিধায়ক । বিজেপি সূত্রে খবর, অসম পৌঁছে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 40-এ । অর্থাৎ, যা প্রয়োজনের থেকে 3 জন বেশি । ফলে, সেই পরিসংখ্যান শোনার পর রাজনৈতিক বিশেষজ্ঞরাও উদ্ভব ঠাকরের চেয়ারের পায়ার জোর নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ।

ABOUT THE AUTHOR

...view details