পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Editors Guild of India: সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে সরব হওয়ায় ইউএপিএ, ত্রিপুরা সরকারের নিন্দায় এডিটর্স গিল্ড

সব মিলিয়ে 16টি মসজিদে ভাঙচুর এবং আগুন ধরানো হয়েছে বলে দাবি করা হয়েছে ৷ গত 267 অক্টোবর বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিল থেকেই এই হিংসার সূত্রপাত বলে জানা গিয়েছে ৷ স্থানীয়দের দাবি, দুর্গাপুজোয় বাংলাদেশে ঘটে যাওয়া হিংসা নিয়ে উস্কানি দিতে থাকেন হিন্দুত্ববাদী নেতা-কর্মীরা ৷ তা থেকেই হিংসা ছড়ায় ৷

editors-guild-of-india-slams-tripura-government-for-uapa-cases-against-102-for-speaking-up-against-communal-violence
সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে সরব হওয়ায় ইউএপিএ

By

Published : Nov 7, 2021, 8:27 PM IST

নয়াদিল্লি, 7 নভেম্বর: সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে মত প্রকাশ করায় সন্ত্রাসবাদী মামলা সাংবাদিক-সহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে । তা নিয়ে এবার ত্রিপুরা সরকারের সমালোচনায় সরব হল এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া । বলা হয়েছে, সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে মুখ খোলায় যে ভাবে সাংবাদিক-সহ 102 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ, এডিটর্স গিল্ড তাতে স্তম্ভিত ।

ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসা নিয়ে সম্প্রতি নেটমাধ্যেম মুখ খোলেন বিশিষ্ট একাধিক সাংবাদিক-সহ বিভিন্ন শ্রেণির মানুষ । এক সাংবাদিক নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, ‘ত্রিপুরা ইজ বার্নিং’, অর্থাৎ ত্রিপুরা জ্বলছে ৷ তার পরই জানা যায়, ওই ব্যক্তি তো বটেই এমন 102টি প্রোফাইল খুঁজে বার করে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনলফুল অ্যাক্টিফিটিজ (প্রিভেনশন) আইনে মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ , যার আওতায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে পারে সরকার ।

ত্রিপুরা নিয়ে মন্তব্য করায় শুক্রবার পশ্চিম আগরতলা থানা সবক’টি মামলা দায়ের হয় ৷ তাতে 153-এ (বিভিন্ন গোষ্ঠীকে শত্রুতায় উস্কানি দেওয়া ), 153-বি (দেশের অখণ্ডতা বিনষ্ট), 469 (জালিয়াতি), 471 (ভুয়ো নথিকে আসল বলে চালানো), 503 (অপরাধমূলক ভাবে ভীতি প্রদর্শন ), 504 (শান্তিভঙ্গের উদ্দেশে ইচ্ছাকৃত ভাবে অবমাননা), 120-বি (অপরাধমূলক ষড়যন্ত্র)-সহ বিভিন্ন ধারা আনা হয়েছে ৷

তা নিয়েই রবিবার এডিটর্স গিল্ড-এর তরফে লিখিত বিবৃতি জারি করা হয় । তাতে বলা হয়, ‘সাম্প্রদায়িক হিংসা নিয়ে লেখালেখি এবং রিপোর্ট করায় যে ভাবে সাংবাদিক-সহ 102 জনের বিরুদ্ধে জোর করে চাপিয়ে দেওয়া ইউএপিএ আইনে মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ, তাতে অডিটর্স গিল্ড স্তম্ভিত ৷ এইএপিএ-র আওতায় একাধিক নেটমাধ্যমকেও নোটিস পাঠিয়েছে ত্রিপুরা পুলিশ ৷ সত্যতা যাচাই করতে ত্রিপুরা যাওয়া দিল্লির এক আইনজীবীর বিরুদ্ধেও সম্প্রতি ইউএপিএ দায়ের করা হয় ৷ পুলিশের এমন আচরণ অত্যন্ত উদ্বেগজনক ৷ সংখ্যাগরিষ্ঠ দ্বারা ঘটানো হিংসা রুখতে ব্যর্থ হয়েছে রাজ্যের সরকার ৷ তা থেকে নজর ঘোরাতেই এই পদক্ষেপ ৷’

অসমের পর সম্প্রতি ত্রিপুরাতেও সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ সামনে আসে । জায়গায় জায়গায় মুসলিম সম্প্রদায়ের বাড়িতে ঢুকে লুঠতরাজ চালানো হচ্ছে বলে অভিযোগ । এমনকি একাধিক মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও সামনে আসে । এর জন্য সরাসরি বজরংঙ্গ দল এবং বিশ্ব হিন্দু পরিষদকে কাঠগড়ায় তুলেছে দেশের শীর্ষ ইসলামি সংস্থা অল ইন্ডিয়া মুসলিম মজলিস-ই মুশাওয়ারত (এআইএমএম) ৷ গ্রামাঞ্চলে মুসলিম ব্যবসায়ীদের দোকানে আগুন ধরানো হয় বলে অভিযোগ করে তারা ৷

সব মিলিয়ে 16টি মসজিদে ভাঙচুর এবং আগুন ধরানো হয়েছে বলে দাবি করা হয়েছে ৷ গত 267 অক্টোবর বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিল থেকেই এই হিংসার সূত্রপাত বলে জানা গিয়েছে ৷ স্থানীয়দের দাবি, দুর্গাপুজোয় বাংলাদেশে ঘটে যাওয়া হিংসা নিয়ে উস্কানি দিতে থাকেন হিন্দুত্ববাদী নেতা-কর্মীরা ৷ তা থেকেই হিংসা ছড়ায় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details