নয়াদিল্লি, 1 জুন :কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি এবং তাঁর পুত্র রাহু গান্ধিকে অর্থ জালিয়াতির মামলায় তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED summons Sonia Gandhi and son Rahul Gandhi in money laundering case) ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় তাদের ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ এই মামলাটা 2015 সালে বন্ধ করে দিয়েছিল তদন্তকারী সংস্থা ৷
সোনিয়া গান্ধিকে (75) 8 জুন হাজিরা দিতে হবে ইডির অফিসে ৷ রাহুল গান্ধিকে তার আগেই দেখা করার কথা জানিয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কংগ্রেস অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi) একটা সাংবাদিক সম্মেলনে বলেন, "রাহুল গান্ধি যদি এখানে থাকেন, তাহলে যাবেন ৷ নয়তো নতুন তারিখ নিতে হবে ৷" ন্যাশনাল হেরাল্ড কাগজটি কংগ্রেসের ৷ ভারতের তরুণ প্রজন্মের কাছে দলের বার্তা পৌঁছে দিতেই এই কাগজ চালু হয়েছিল ৷ কাগজটি প্রকাশ করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (Associated Journals Limited, AJL) এবং এর মালিকানা 'ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড'-এর নামে ৷
এর সঙ্গে অর্থ জালিয়াতি জড়িয়ে আছে, এই অভিযোগে সম্প্রতি মামলাটি রেজিস্টার করা হয়েছে ৷