পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

FEMA Case against BBC India: বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে ফেমা মামলা দায়ের ইডি-র

বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে ফেমা মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বৃহস্পতিবার আধিকারিকরা এই খবর জানিয়েছেন ৷

FEMA Case against BBC India ETV Bharat
বিবিসি ইন্ডিয়া

By

Published : Apr 13, 2023, 1:30 PM IST

Updated : Apr 13, 2023, 2:17 PM IST

নয়াদিল্লি, 13 এপ্রিল: বিদেশি মুদ্রা লেনদেন আইন লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্প্রচারকারী বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে ফেমা মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বৃহস্পতিবার আধিকারকদের সূত্র এই খবর জানিয়েছে ।

আধিকারিকরা জানিয়েছেন, ফেডারেল তদন্ত সংস্থা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA)-এর অধীনে নথিপত্র এবং কোম্পানির কয়েকজন এগজিকিউটিভের বক্তব্য রেকর্ড করতে বলেছে ৷ মূলত কোম্পানির বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আইন লঙ্ঘনের দিকে নজর দিচ্ছে তদন্তকারী সংস্থা ৷

গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিবিসি অফিসে আয়কর বিভাগ 'সমীক্ষা' চালিয়েছিল ৷ তারই প্রেক্ষাপটে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ আইটি বিভাগের প্রশাসনিক সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) তখন বলেছিল যে, বিবিসি গ্রুপের বিভিন্ন সংস্থার দেখানো আয় এবং মুনাফা ভারতে তাদের কাজকর্মের সঙ্গে "সামঞ্জস্যপূর্ণ নয়" ৷ এই কোম্পানি ঠিকমতো কর দেয়নি বলেও অভিযোগ ওঠে ৷ ফেমা (FEMA) হল ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, যা বৈদেশিক মুদ্রার যাওয়া ও আসাকে নিয়ন্ত্রণ করে ।

ভারতে বিবিসির একাধিক দফতরে আয়কর বিভাগের 'সমীক্ষা' নিয়ে দিনকয়েক আগেই বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে আলোচনায় বসেন ব্রিটেনের বিদেশসচিব জেমস ক্লেভারলি ৷ এ বিষয়ে ব্রিটেনের পাশাপাশি সংশ্লিষ্ট সমস্ত দেশের সামনেই দৃঢ়ভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছে দিল্লি ৷ কেন্দ্রের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে যে, যে সমস্ত বিদেশি সংস্থা ভারতে ব্যবসা করছে, তাদের সবাইকেই ভারতের আইন মেনে চলতে হবে ৷

প্রসঙ্গত, সম্প্রতি 2002 সালের গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি একটি তথ্যচিত্র প্রকাশ করে ৷ সেখানে নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে নানা তথ্য তুলে ধরা হয়েছে, যা সঠিক নয় বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার ৷ দেশে এই তথ্যচিত্র প্রদর্শনের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয় ৷ এই ঘটনার পরই ভারতে বিবিসির বিভিন্ন দফতরে আয়কর অভিযান চলে ৷ যদিও আয়কর বিভাগের দাবি, অভিযান নয়, 'সমীক্ষা' চালানো হয়েছে ৷

আরও পড়ুন:ভারতের বিবিসির আয়ের সঙ্গে কাজের সামঞ্জস্য নেই ! দাবি সিবিডিটি'র

Last Updated : Apr 13, 2023, 2:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details