পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কংগ্রেসের বিরুদ্ধে ওঠা ন্যাশনাল হেরাল্ড মামলায় 751.9 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ন্যাশনাল হেরাল্ড মামলায় সাংবাদপত্রটির প্রকাশক সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এবং মালিক সংস্থা ইয়ং ইন্ডিয়ানের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ৷

Etv Bharat
প্রতীকি ছবি

By PTI

Published : Nov 21, 2023, 11:00 PM IST

নয়াদিল্লি, 21 নভেম্বর:কংগ্রেসের বিরুদ্ধে ওঠা ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্তে 751.9 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তরফে এই কথা বলা হয়েছে ৷ ইডি জানিয়েছে, পিএমএলে অ্যাক্টে একটি প্রভিশনাল অর্ডারও পাঠানো হয়েছে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের প্রকাশক সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এবং মালিক সংস্থা ইয়ং ইন্ডিয়ানকে ৷

ইডি জানিয়েছে, তদন্তে জানা গিয়েছে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) ভারতের অনেক শহর যেমন দিল্লি, মুম্বাই এবং লখনউ জুড়ে ছড়িয়ে থাকা তাদের স্থাবর সম্পত্তির আড়ালে আর্থিক দুর্নীতি করেছে ৷ এর পরিমাণন প্রায় 661.69 কোটি টাকা ৷ ইয়ং ইন্ডিয়ানয়ের দুর্নীর অঙ্ক প্রায় 90.21 কোটি টাকার, যা এজেএল-এর শেয়ারে বিনিয়োগের মাধ্যমে করা হয় ৷

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইতিমধ্যেই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ও বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ ন্যাশনাল হেরাল্ডের মালিক সংস্থা ইয়ং ইন্ডিয়ানেও 38 শতাংশ করে শেয়ার আছে সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির ৷ ফলে এই মামলার সঙ্গে সরাসরি জড়িয়েছে গান্ধি পরিবারের নাম ৷ পাঁচ রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ার মাঝে ইডি'র এদিনের ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

যদিও কংগ্রেসের তরফে আগেই বিষয়টিকে কেন্দ্রের বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হয়েছে ৷ ইয়ং ইন্ডিয়ানকে অলাভজনক সংস্থা হিসেবেই বরাবর দাবি করে এসেছে কংগ্রেস ৷

আরও পড়ুন:

  1. হায়দরাবাদের ভোটাররাই কি তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর !
  2. 'আমাদের ছেলেরা জিতছিল, অপয়া গিয়ে হারিয়ে দিল...!' বিশ্বকাপ হাতছাড়া হওয়ার দায় কার উপর চাপালেন রাহুল ?

ABOUT THE AUTHOR

...view details