নয়াদিল্লি, 11 অক্টোবর : একনাথ শিন্ডের (Eknath Shinde) ‘শিবসেনার’ জন্য নতুন প্রতীক বরাদ্দ করল নির্বাচন কমিশন (ECI) ৷ মঙ্গলবার তাঁদের জন্য এই নতুন প্রতীক বরাদ্দ করার কথা জানিয়েছে কমিশন ৷ একনাথ শিন্ডেদের এবার নির্বাচনী ময়দানে লড়াই করতে হবে দু’টি তরোয়াল ও একটি ঢাল প্রতীক নিয়ে ৷
এর আগে সোমবার শিন্ডের দলের নামও বরাদ্দ করেছিল নির্বাচন করেছিল ৷ এখন থেকে তাঁর দলের নাম হবে বালাসাহেবাঞ্চি শিবসেনা (Balasahebanchi Shiv Sena) ৷ যার অর্থ বালাসাহেবের শিবসেনা ৷ অন্যদিকে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) দলের নাম আপাতত - শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে ৷ তাঁর দলকে লড়তে জ্বলন্ত মশাল প্রতীক নিয়ে ৷
বালাসাহেব ঠাকরের প্রতিষ্ঠিত শিবসেনার (Shiv Sena) কর্তৃত্ব নিয়ে দড়ি টানাটানি শুরু হয় গত জুনে ৷ সেই সময় দলের বিধায়কদের একাংশকে নিয়ে বিদ্রোহ শুরু করে একনাথ শিন্ডে ৷ কয়েকদিন গুজরাত ও কয়েকদিন অসমে কাটানোর পর সদলবলে তিনি মহারাষ্ট্রে ফেরেন ৷
এর মধ্যে আদালতেও লড়াই চলেছে ৷ শেষ পর্যন্ত সরকার বাঁচাতে না পেরে পদত্যাগ করেন মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ তার পর বিজেপির (BJP) সমর্থনে শিবসেনা বিধায়কদের একাংশকে নিয়ে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে ৷ উপ-মুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ ৷