পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Eknath Shinde: একনাথের ‘বালাসাহেবের শিবসেনা’-র প্রতীক ঢাল-তরোয়াল, জানাল কমিশন - শিবসেনা

শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ECI) ৷ একনাথ শিন্ডে (Eknath Shinde) ও উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) দু’টি গোষ্ঠী আপাতত আলাদা দু’টি দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কমিশনের তরফে ৷ প্রতীকও বরাদ্দ করা হল ৷

ECI allots two swords and shield symbol to  Eknath Shinde-led Balasahebanchi Shiv Sena
Eknath Shinde: একনাথের ‘বালাসাহেবের শিবসেনা’-র প্রতীক ঢাল-তরোয়াল, জানাল কমিশন

By

Published : Oct 11, 2022, 7:01 PM IST

নয়াদিল্লি, 11 অক্টোবর : একনাথ শিন্ডের (Eknath Shinde) ‘শিবসেনার’ জন্য নতুন প্রতীক বরাদ্দ করল নির্বাচন কমিশন (ECI) ৷ মঙ্গলবার তাঁদের জন্য এই নতুন প্রতীক বরাদ্দ করার কথা জানিয়েছে কমিশন ৷ একনাথ শিন্ডেদের এবার নির্বাচনী ময়দানে লড়াই করতে হবে দু’টি তরোয়াল ও একটি ঢাল প্রতীক নিয়ে ৷

এর আগে সোমবার শিন্ডের দলের নামও বরাদ্দ করেছিল নির্বাচন করেছিল ৷ এখন থেকে তাঁর দলের নাম হবে বালাসাহেবাঞ্চি শিবসেনা (Balasahebanchi Shiv Sena) ৷ যার অর্থ বালাসাহেবের শিবসেনা ৷ অন্যদিকে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) দলের নাম আপাতত - শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে ৷ তাঁর দলকে লড়তে জ্বলন্ত মশাল প্রতীক নিয়ে ৷

বালাসাহেব ঠাকরের প্রতিষ্ঠিত শিবসেনার (Shiv Sena) কর্তৃত্ব নিয়ে দড়ি টানাটানি শুরু হয় গত জুনে ৷ সেই সময় দলের বিধায়কদের একাংশকে নিয়ে বিদ্রোহ শুরু করে একনাথ শিন্ডে ৷ কয়েকদিন গুজরাত ও কয়েকদিন অসমে কাটানোর পর সদলবলে তিনি মহারাষ্ট্রে ফেরেন ৷

এর মধ্যে আদালতেও লড়াই চলেছে ৷ শেষ পর্যন্ত সরকার বাঁচাতে না পেরে পদত্যাগ করেন মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ তার পর বিজেপির (BJP) সমর্থনে শিবসেনা বিধায়কদের একাংশকে নিয়ে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে ৷ উপ-মুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ ৷

মহারাষ্ট্রের মসনদে বসার পর শিবসেনার কর্তৃত্ব নিয়ে লড়াই শুরু হয় ৷ আদালত পর্যন্ত জল গড়ায় আবারও ৷ শেষে সিদ্ধান্তের নির্বাচন কমিশনের উপরই ছেড়ে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ এর পর গত শনিবার শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন ৷ তার পর সোম ও মঙ্গলবার দুই পক্ষের জন্য নতুন দু’টি দলের নাম ও প্রতীক বরাদ্দ করা হল কমিশনের তরফে ৷

এদিকে প্রতীক নিয়েও লড়াই চলেছে দুই পক্ষের মধ্যে ৷ শিন্ডের পক্ষ থেকে ত্রিশূল, গদা ও উদিত সূর্য পদক হিসেবে চাওয়া হয়েছিল ৷ তিনটেই বাতিল করে দেয় কমিশন ৷ কারণ, হিসেবে ব্যাখ্যা করা হয়, ত্রিশূল ও গদার সঙ্গে ধর্মীয় যোগ রয়েছে ৷ আর উদিত সূর্য ডিএমকের (DMK) প্রতীক ৷ উদ্ধবের পক্ষ থেকে ত্রিশূল ও উদিত সূর্য প্রতীক হিসেবে চাওয়া হয়েছিল ৷ সেটাও বাতিল হয়ে যায় ৷

নতুন করে প্রতীকের প্রস্তাব জমা পড়ার পর সবদিক খতিয়ে দেখে, তা বণ্টন করল নির্বাচন কমিশন ৷ আগামী 3 মে আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে ৷ সেখানে এই দুই পক্ষকে নতুন প্রতীকে ও নতুন নামেই লড়তে হবে ৷

আরও পড়ুন :নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা রুজু উদ্ধবপন্থী শিবসেনার

ABOUT THE AUTHOR

...view details