পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

QRSAM ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল DRDO - QRSAM

অনেক দূর থেকে এই মিজ়াইল লক্ষ্য় বস্তুতে র্যাডারের মাধ্য়মে আঘাত করতে পারে ৷

drdo-successfully-flight-tested-2nd-qrsam-system
QRSAM ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করলো DRDO

By

Published : Nov 17, 2020, 10:10 PM IST

চান্দিপুর, 17 নভেম্বর : কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিজ়াইলের সফল উৎক্ষেপণ করল DRDO। মিজ়াইলটি হাওয়ায় লক্ষ্য়ভেদ করতে সক্ষম ৷ ওড়িশার চান্দিপুর থেকে এই এয়ার মিজ়াইলটির পরীক্ষা করা হয় ৷ সিরিজ়ের দ্বিতীয় ধাপের এই পরীক্ষাটি হয় আজ বিকেল 3টে 42 মিনিটে ৷ QRSAM মিজ়াইলটি পরীক্ষা করা হয়েছে যুদ্ধ বিমানের মতো হাই পারফর্মেন্স দেওয়া একটি সমতুল্য় বিমানের উপরে ৷ যার নাম রাখা হয়েছে বনশী ৷

অনেক দূর থেকে এই মিজ়াইল লক্ষ্য় বস্তুতে র্যাডারের মাধ্য়মে আঘাত করতে পারে ৷ এমনকী কম্পিউটারের মাধ্য়মে অটোমেটিক্য়ালি লক্ষ্য় বস্তুতে আঘাত হানতে পারে QRSAM মিজ়াইল ৷ DRDO-র তৈরি এই মিজ়াইলটিকে র্যাডারের মাধ্য়মে গাইড করা সম্ভব ৷ এই ক্ষেপণাস্ত্রটি পুরোপুরি স্বয়ংক্রিয় কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমের উপর কাজ করে ৷ এর গতিপ্রকৃতির উপর নজরদারি চালানো হয় মাল্টি ফাংশন র্যাডারের মাধ্য়মে ৷ এদিন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করার সময় সেখানে ভারতীয় সেনার আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷

ARDE, পুণের R&DE(E), বেঙ্গালুরুর LRDE, দেরাদুনের IRDE-র মতো সংস্থাগুলি এদিনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নিয়েছিল ৷ QRSAM-র প্রথম পর্যায়ের পরীক্ষাটি হয়েছিল 13 নভেম্বর 2020 সালে ৷ সেখানেও সরাসরি লক্ষ্য় বস্তুতে আঘাতের রেকর্ড গড়ে ছিল এই ক্ষেপণাস্ত্রটি ৷ দ্বিতীয় এই পরীক্ষায় মিজ়াইলের কর্মক্ষমতা পরীক্ষা করা হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details