জলগাঁও, 15 মে : হাসপাতালে ব্য়বহারের জন্য মজুত অক্সিজেনের ভাঁড়ার শেষ হয়ে যাওয়ার পরও চিকিৎসক ও কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল চিকিৎসাধীন 270 জন রোগীর ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে জলগাঁওয়ের সরকারি মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ৷
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অক্সিজেনের ট্য়াঙ্ক খালি হয়ে যেতেই তৎপর হন হাসপাতালের অক্সিজেন কমিটির চেয়ারম্যান ডা. সুদীপ প্য়াটেল ৷ তিনি ও তাঁর সহকর্মীরা ব্য়াকআপ সিস্টেম ব্য়বহার করে রোগীদের প্রাণ বাঁচান ৷
গোটা ঘটনায় ডা. প্য়াটেলের ভূমিকার প্রশংসা করেছে সব মহল ৷ প্রসঙ্গত, যেদিন এই ঘটনা ঘটে, তার ঠিক পরদিনই অর্থাৎ শুক্রবার ছিল ডা.প্য়াটেলের জন্মদিন ৷ সেই দিনও হাসপাতালে থেকেই অক্সিজেনের ব্যবস্থা করেছিলেন তিনি ৷
আরও পড়ুন :মহারাষ্ট্রে শেষকৃত্যের কয়েক মিনিট আগে বেঁচে উঠলেন কোভিডে আক্রান্ত বৃদ্ধা
সূত্রের খবর, হাসপাতালে চিকিৎসাধীন কোনও রোগীকেই যাতে অক্সিজেনের অভাবে কষ্ট পেতে না হয় বা প্রাণ খোয়াতে না হয়, তা নিশ্চিত করতে গত 15 মাস ধরে লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছে হাসপাতালের অক্সিজেন কমিটি ৷ তার জেরেই আপদকালীন সময়ে অক্সিজেনের সরবরাহ অক্ষুণ্ণ রাখা সম্ভব হয়েছে ৷