পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

DGCA Imposes Penalty on Air India: প্রস্রাব কাণ্ডের জের, এয়ার ইন্ডিয়াকে 30 লক্ষ টাকার জরিমানা - ডিজিসিএ

বিমানে প্রস্রাব কাণ্ডের (Air India Urination Row) জেরে শাস্তির খাঁড়া ৷ এয়ার ইন্ডিয়াকে 30 লক্ষ টাকা জরিমানা করল ডিজিসিএ (DGCA Imposes Penalty on Air India) ৷

DGCA Imposes Penalty of Rs 30 Lakh on Air India due to Urination Row
ফাইল ছবি

By

Published : Jan 20, 2023, 3:02 PM IST

নয়াদিল্লি, 20 জানুয়ারি:বিমানে প্রস্রাব কাণ্ডে (Air India Urination Row) এয়ার ইন্ডিয়ার উপর মোটা অঙ্কের আর্থিক জরিমানা চাপাল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্য়াভিয়েশন (Directorate General of Civil Aviation) বা ডিজিসিএ (DGCA Imposes Penalty on Air India) ৷ একইসঙ্গে, সংশ্লিষ্ট বিমানের চালককেও শাস্তির মুখে পড়তে হল ৷

ডিজিসিএ সূত্রে জানা গিয়েছে, প্রস্রাব কাণ্ডে এয়ার ইন্ডিয়ার ভূমিকা নিয়ে মোটেও খুশি নয় সংশ্লিষ্ট প্রশাসন ৷ তার জেরেই তাদের উপর 30 লক্ষ টাকার জরিমানা চাপানো হয়েছে ৷ সেইসঙ্গে, ঘটনার সময় যে পাইলট বিমান চালাচ্ছিলেন, তাঁকেও 3 লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয়েছে ৷ পাশাপাশি, তিনমাস তাঁকে সাসপেন্ড করারও নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷ কারণ, ডিজিসিএর মনে হয়েছে, ঘটনার পর নিজের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন বিমানচালক ৷ উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে বিমানে নিউইয়র্ক থেকে নয়াদিল্লি আসছিলেন শংকর মিশ্র (Shankar Mishra) নামে এক ব্যক্তি ৷ সেই সময়েই সহযাত্রী এক বৃদ্ধার গায়ের মূত্রত্যাগ করেন তিনি ! ঘটনার সময় শংকর মদ্যপ ছিলেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন:প্রস্রাব কাণ্ডে ধৃত শংকরকে চারমাসের জন্য নিষিদ্ধ করল এয়ার ইন্ডিয়া

ইতিমধ্যেই এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এয়ার ইন্ডিয়া ৷ সেই কমিটির মাথায় ছিলেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ ৷ তদন্ত কমিটির পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে তাদের রিপোর্ট জমা দেওয়া হয়েছে ৷ তার ভিত্তিতে চারমাসের জন্য শংকরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া ৷ একইসঙ্গে, সেই রিপোর্ট ডিজিসিএকেও পাঠানো হয় ৷ বৃহস্পতিবারই এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে একথা জানান ৷ আর এবার তাদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে এয়ার ইন্ডিয়াকেই শাস্তি দিল ডিজিসিএ ৷

উল্লেখ্য, বিমানে সহযাত্রীর উপর প্রস্রাব করার ঘটনাটি ঘটে গত বছরের 26 নভেম্বর ৷ কিন্তু, বিষয়টি প্রকাশ্যে আসে গত বছরের ডিসেম্বর মাসে ৷ এর জেরে ইতিমধ্যেই অভিযুক্তকে মার্কিন সংস্থায় তাঁর চাকরি হারাতে হয় ৷ পরবর্তীতে গত 7 জানুয়ারি বেঙ্গালুরু থেকে অভিযুক্ত আকাশ মিশ্রকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ দিল্লির আদালতে তাঁকে পেশ করা হলে আদালত তাঁকে 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় ৷

ABOUT THE AUTHOR

...view details