নয়াদিল্লি, 16 জুলাই:অধ্যক্ষের ডাকা সর্বদলীয় বৈঠক শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই ফের একবার কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) ৷ 18 জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session 2022) ৷ তার আগে নিয়ম মেনে শনিবারই সর্বদলীয় বৈঠকে (All Party Meeting) বসার ডাক দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) ৷ তার ঠিক আগেই এদিন সর্বদলীয় বৈঠক সংক্রান্ত একটি টুইট করেন ডেরেক ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের বর্তমান সরকার এমন কোনও আলোচনা করার অনুমতি দেয় না, যার সঙ্গে মানুষের স্বার্থ জড়িত রয়েছে ৷
ডেরেকের বার্তা, গণতন্ত্রকে কার্যত উপহাসে পরিণত করেছে বর্তমান সরকার ৷ এমনকী, সর্বদলীয় বৈঠককেও 'ঝুটো' বলে কটাক্ষ করেছেন তিনি ৷ তাঁর দাবি, সরকার পক্ষ সবসময় বোঝাতে চায়, তারা যেকোনও বিষয় নিয়েই আলোচনা করতে প্রস্তুত ৷ কিন্তু, বাস্তবে তেমনটা করা হয় না ৷ বরং, নানা সময় নানা ইস্যুতে বিরোধীদের উপেক্ষা করে বর্তমান সরকার ৷
আরও পড়ুন:Demonstration Outside Parliament: সংসদ চত্বরে ধরনায় নিষেধাজ্ঞা গণতন্ত্রের উপর কুঠারাঘাত, দাবি কংগ্রেস-তৃণমূলের
শনিবার বিকেলেই সর্বদলীয় বৈঠক করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ এদিকে, কয়েক দিন আগেই সংসদের সচিবালয়ের তরফে 'অসংসদীয় শব্দ' (Unparliamentary Words)-এর একটি তালিকা প্রকাশ করা হয়েছে ৷ তাতে এমন অনেক শব্দ রয়েছে, যেগুলি এত দিন মোদি সরকারের বিরুদ্ধে ব্যবহার করে এসেছেন বিরোধীরা ৷ কেন্দ্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ডেরেক ৷ তিনি সাফ জানিয়েছেন, প্রয়োজনে তাঁকে সাসপেন্ড করা হোক ৷ কিন্তু, তিনি তাঁক বাকস্বাধীনতার অধিকার ক্ষুণ্ণ হতে দেবেন না ৷ যদিও লোকসভার অধ্যক্ষের দাবি, কোনও শব্দকেই নতুন করে সংসদে নিষিদ্ধ করা হয়নি ৷ তাই সাংসদরা স্বাধীনভাবেই তাঁদের মতপ্রকাশ করতে পারবেন ৷ কিন্তু, তাঁদের সংসদীয় আচার মেনে চলতে হবে ৷
এই বিতর্কের মধ্যেই সংসদের সচিবালয়ের তরফ থেকে জানানো হয়, এবার থেকে সংসদ চত্বরের কোথাও প্রতিবাদ, বিক্ষোভ করা যাবে না ৷ পালন করা যাবে না কোনও ধর্মীয় অনুষ্ঠান ৷ এই ঘটনাতেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ তুলেছেন বিরোধীরা ৷
এই প্রেক্ষাপটে আসন্ন বাদল অধিবেশনে 24টি নতুন বিল পেশ করবে সরকার পক্ষ ৷ তা নিয়ে বিরোধীরা যাতে বেশি হইচই না করেন, সর্বদলীয় বৈঠকে লোকসভার অধ্যক্ষ সেই বার্তা দিতে পারেন বলে মত ওয়াকিবহাল মহলের ৷ কিন্তু, সেই বৈঠকের আগেই ডেরেকের এই টুইট তাঁর এবং তাঁর দলের সরকারবিরোধী অবস্থান স্পষ্ট করে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷ প্রসঙ্গত, 18 জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশন চলবে 12 অগস্ট পর্যন্ত ৷