নয়াদিল্লি, 15 ডিসেম্বর: বিরাট কোহলির মালিকানাধীন রেস্তোরাঁ ওয়ান এইট কমিউনে ফোনোগ্রাফিক পারফরম্যান্স লিমিটেড বা পিপিএলের কপিরাইট নেওয়া গান বাজানোয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা ৷ দিল্লি হাইকোর্ট আজ এই নির্দেশ দিয়েছে ৷ পিপিএলের দায়ের করা মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চ ৷ নির্দেশ জারি করার সময় বিচারপতির মন্তব্য ছিল, ‘‘পিপিএল কর্তৃপক্ষের থেকে লাইসেন্স না নিয়ে, ওয়ান এইট কমিউন তাদের গান বাজাতে পারে না ৷’’
ওয়ান এইট কমিউনের বিরুদ্ধে পিপিএল কর্তৃপক্ষ কপিরাইট আইন লঙ্ঘনের মামলা করেছিল ৷ সেই মামলায় বলা হয়, ‘‘বিরাট কোহলির রেস্টুরেন্ট চেইন কোনও অনুমতি ছাড়াই তাদের কপিরাইট করা গান বাজিয়ে চলেছে ৷ পিপিএল এই গান বাজানোর বিরুদ্ধে ওয়ান এইট কমিউনকে আইনি নোটিশও পাঠিয়েছিল ৷ কিন্তু ওয়ান এইট কমিউন কর্তৃপক্ষ সেই নোটিশের পর কোনও ব্যবস্থা নেয়নি ৷’’
পিপিএল কর্তৃপক্ষ দাবি করেছে যে, ‘‘ওয়ান এইট কমিউনকে তাদের রেস্তোরাঁ বা ক্যাফেতে অনুমতি ছাড়া পিপিএলের ওয়েবসাইটে থাকা গান বাজানো বন্ধ করতে হবে ৷’’ মামলাকারী সংস্থা জানিয়েছে, পিপিএলের গান https://www.pplindia.org/songs ওয়েবসাইটে রয়েছে ৷ সেখান থেকে গান বাজানোর জন্য সংস্থাকে টাকা দিতে হয় ৷ শুনানির সময়, আইনজীবী সাহিল সোলাঙ্কি, ওয়ান এইট কমিউনের তরফে আদালতে সওয়াল করেন ৷ সেই সময় তিনি আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে, কর্তৃপক্ষ লাইসেন্স ছাড়া, তাদের রেস্তোরাঁ এবং ক্যাফেতে পিপিএলের কপিরাইট করা গানগুলি চালাবে না ৷
ওয়ান এইট কমিউনের তরফে সেই আশ্বাসের পর, আদালত বলেছে যে, ‘‘আইনি সমস্যা দ্রুত মিটিয়ে নিতে হবে ৷ যেহেতু, পিপিএল গানগুলির কপিরাইট নিয়ে রেখেছে, তাই তাদের রেকর্ডিংয়ের গানগুলি লাইসেন্স ছাড়া চালানো যাবে না ৷’’ আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়ান এইট কমিউনের রেস্তোরাঁ ও ক্যাফে চেইনে পিপিএলের গান বাজানো আপাতত নিষিদ্ধ ৷ উল্লেখ্য, দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু-সহ দেশের ছোট বড় একাধিক শহরে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির একাধিক রেস্তোরাঁ ও ক্যাফে রয়েছে ৷
আরও পড়ুন:
- কিশোর কুমারের বাংলো ভাড়া নিয়ে খুলছে বিরাট রেস্তোরাঁ
- পর্যটকদের কথা ভেবে রাজাভাতখাওয়া স্টেশনে কোচ রেস্তোরাঁর উদ্বোধন রেলের
- খাবার অর্ডার করছে দৃষ্টিহীনরা! ইন্দোরের রেস্তোরাঁয় চালু ব্রেইল মেনুকার্ড