নয়াদিল্লি, 6 মে : মাস্ক না-পরায় জরিমানা করা হয়েছে 4 হাজার 500 জনকে ৷ এই নিয়ম লঙ্ঘনে এখনও পর্যন্ত দিল্লি সরকার 22 লক্ষ টাকার জরিমানা করেছে বলে জানা গিয়েছে সরকারি সূত্রে ৷ গত 20 এপ্রিল করোনা সংক্রমণ বাড়তে থাকায় দিল্লির কেজরিওয়াল সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা জানায় ৷ মাস্ক না-পরে বেরলে 500 টাকা জরিমানা ধার্য করা হয় (Delhi Government imposed fines of Rs 22 lakh for not wearing masks) ৷
দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (Delhi Disaster Management Authority, DDMA) গত মাসের বৈঠকে মাস্ক পরে বাইরে বেরনোর সিদ্ধান্ত নেয় ৷ 22 এপ্রিল সরকারি ভাবে জানানো হয় যে, রাস্তাঘাটে বেরলে মাস্ক পরা বাধ্যতামূলক ৷ মাস্ক না-পরা অবস্থায় ধরা পড়লে 500 টাকা জরিমানা দিতে হবে ৷
23 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত 13 দিনে মোট 4 হাজার 504 জন লোক এই নিয়ম না মানার দায়ে ধরা পড়েছেন ৷ পূর্ব জেলায় সবেচেয়ে বেশি 1 হাজার 133 জন, নয়াদিল্লিতে 705 জন, দক্ষিণ-পশ্চিমে 588 জন, উত্তর-পূর্বে 562 এবং দক্ষিণ-পূর্বে 553 জনকে মাস্ক না-পরার দায়ে জরিমানা করা হয়েছে ৷ শাহদারা এবং কেন্দ্রের জেলায় কাউকে জরিমানা করা হয়নি (zero mask prosecutions) ৷
পশ্চিম জেলায় 65 জন নিয়ম মানেননি, উত্তরে 221 জন, দক্ষিণে 414 জন এবং উত্তর-পশ্চিমে 263 জনকে জরিমানা করা হয়েছে ৷ এখানে সংখ্যা 500-র কম ৷ দিল্লি সরকার 22 লক্ষ 5 হাজার 500 টাকা জরিমানা করলেও মাত্র 7 লক্ষ 66 হাজার 500 টাকা আদায় করতে পেরেছে ৷