নয়াদিল্লি, 11 এপ্রিল : করোনার টিকাকরণের বয়সসীমা তুলে দেওয়া হোক ৷ ফের একবার কেন্দ্রের কাছে এমনই আর্জি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ রবিবার এ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, দিল্লিতে তৃতীয়বার সংক্রমণ বৃদ্ধির সময়ে এত খারাপ পরিস্থিতি তৈরি হয়নি ৷ যা বর্তমানে হয়েছে ৷
প্রসঙ্গত, গতকালই দিল্লিতে করোনার সংক্রমণ রুখতে বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোয়ণা করেছে কেজরিওয়াল সরকার ৷ তা সত্ত্বেও যে করোনার এই দ্বিতীয় ঢেউ আটকানো সম্ভব নয়, তা ভালোভাবেই বুঝতে পারছেন কেজরিওয়াল ৷ আর তাই আবারও করোনার সংক্রমণ রুখতে টিকাকরণের বয়সসীমা তুলে দেওয়ার আবেদন জানালেন তিনি ৷ কেন্দ্র সরকারের কাছে তিনি জানিয়েছেন, গত 24 ঘণ্টায় 10 হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন দিল্লিতে ৷ যা খুবই দুঃশ্চিন্তার বিষয় ৷ আর তাই করোনার সংক্রমণের এই সাইকেলকে ভাঙতে 45 বছরের নিচের লোকজনকেও টিকাকরণ করানো হোক ৷’’