পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার টিকাকরণের বয়সসীমা প্রত্যাহার করতে কেন্দ্রকে আর্জি কেজরির - অরবিন্দ কেজরিওয়াল

করোনার টিকাকরণের বয়সসীমা তুলে দিতে ফের একবার কেন্দ্রের কাছে আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল ৷ বাড়তে থাকা সংক্রমণের চেইনকে ভাঙতে সব বয়সের মানুষকে টিকাকরণ করাতে হবে বলে জানিয়েছেন তিনি ৷ আর তার জন্য বাড়ি বাড়ি গিয়ে দিল্লির সরকার টিকাকরণ করাতেও প্রস্তুত বলে আজ জানিয়েছেন তিনি ৷

delhi-cm-arvind-kejriwal-pleaded-to-the-center-to-revoke-the-age-limit-for-corona-vaccination
করোনার টিকাকরণের বয়সসীমা প্রত্যাহার করতে কেন্দ্রকে আর্জি কেজরির

By

Published : Apr 11, 2021, 2:05 PM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল : করোনার টিকাকরণের বয়সসীমা তুলে দেওয়া হোক ৷ ফের একবার কেন্দ্রের কাছে এমনই আর্জি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ রবিবার এ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, দিল্লিতে তৃতীয়বার সংক্রমণ বৃদ্ধির সময়ে এত খারাপ পরিস্থিতি তৈরি হয়নি ৷ যা বর্তমানে হয়েছে ৷

প্রসঙ্গত, গতকালই দিল্লিতে করোনার সংক্রমণ রুখতে বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোয়ণা করেছে কেজরিওয়াল সরকার ৷ তা সত্ত্বেও যে করোনার এই দ্বিতীয় ঢেউ আটকানো সম্ভব নয়, তা ভালোভাবেই বুঝতে পারছেন কেজরিওয়াল ৷ আর তাই আবারও করোনার সংক্রমণ রুখতে টিকাকরণের বয়সসীমা তুলে দেওয়ার আবেদন জানালেন তিনি ৷ কেন্দ্র সরকারের কাছে তিনি জানিয়েছেন, গত 24 ঘণ্টায় 10 হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন দিল্লিতে ৷ যা খুবই দুঃশ্চিন্তার বিষয় ৷ আর তাই করোনার সংক্রমণের এই সাইকেলকে ভাঙতে 45 বছরের নিচের লোকজনকেও টিকাকরণ করানো হোক ৷’’

আরও পড়ুন : দেশে প্রথমবার দৈনিক সংক্রমণ ছাড়াল দেড় লাখ

টিকাকরণ নিয়ে কেজরিওয়াল বলেন, ‘‘আমি একাধিকবার কেন্দ্রের কাছে অনুরোধ করেছি যে করোনার টিকাকরণের বয়সসীমা তুলে দেওয়া হোক ৷ দিল্লি সরকার সবার বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করাতে প্রস্তুত রয়েছে ৷’’ দিল্লির 65 শতাংশ মানুষের বয়স 45 বছরের নিচে বলে জানান তিনি৷ পাশাপাশি আবারও লকডাউন করার পক্ষপাতি নন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তিনি সাফ জানিয়েছেন, দিল্লির সরকার আবারও লকডাউন করতে চায় না ৷ তবে, কিছু নিয়ম লাগু করা হয়েছে করোনার এই সংক্রমণকে আটকাতে ৷ তাই তিনি সবার কাছে সেই নিয়মবিধিগুলি মানতে আবেদন জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details